পুরো বছর ধরে ফোঁটাবো মমতাফুল

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বুধ, ২৭/০৭/২০১১ - ৯:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধারণা থেকে বানিয়ে নিচ্ছো ব্যথা; ধন্দযত চিন্তা পোষাক
ব্যথার ভার শরীর থেকে মনে হয় আরো তিনহাত অধিক
এই ধরো, প্রতিদিন আমি হাঁটছি কেবল নিজ ছায়া মেপে
এই যে ওনারা, মানে আমার ছায়ারা কেন দ্বিধায় থাকেন?
সবই দেখি; কত ইচ্ছাই-না দূর থেকে তোতলান দৈনন্দিন

তাকিয়ে দেখো, ব্যবধান অপ্রত্যাশিত হলেও আমি ঝুলে আছি
একটু বেশি আশা করে ডুবুসন্ধ্যায় চিবুকে টেনে রাখছি আরো
কিছু ব্যথাসহ উষ্ণ বাতাসের নগ্ন নাভিখানি…

ব্যথা ও বাতাসের মনে অবহেলা লাগিতেছে দেখে আমরা সকল
একটি দৃশ্য হত্যার পর একা বসে থাকার প্রস্তুতি দেখে তোমার
ছায়ারা দেহ-বাজার থেকে টানছে সেই ফুল! ইচ্ছা যাকে চিনিবার
যদি পারো— পাহারায় থাইক্যা দৃষ্টিগম্য হও, খুলে দাও প্রীতিজল
ব্যথা ভারী হলেও পুরো বছর ধরে ফোঁটাবো মমতাফুল


মন্তব্য

প্রখর রোদ্দুর এর ছবি

সৈয়দ আফসার - খুব ভালোলাগলো।

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।
ভাল থাকবেন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

তানিম এহসান এর ছবি

সাধু ও চলিত ভাষার মিশ্রন নিশ্চয়ই সচেতন ভাবে করা!

সৈয়দ আফসার এর ছবি

জ্বী।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

পুরোটা বুঝিনি।
কিন্তু "ধারণা থেকে বানিয়ে নিচ্ছো ব্যথা" - এই লাইনটায় চোখ আটকালো।
আমারো এই রোগ আছে কিনা.. মন খারাপ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ আফসার এর ছবি

চিন্তিত আসলেই কি তাই?
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।