ব্লাড ব্যাগ দেশেই উৎপাদন জরুরি। পিভিসি আর ইভিএ দিয়ে তৈরি, অত্যগ্রসর কোনো প্রযুক্তি হওয়ার কথা না (আমার জানায় ভুল থাকতে পারে)। দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশেও বরং রপ্তানি করা যাবে। জাতিসংঘের কোনো সংস্থা বা ইয়োরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে বরং এই সক্ষমতা গড়ে তোলা হোক।
মোগল রাজপুত্র দারা শুকো সাফাভিদের সাথে টেরম টেরম যুদ্ধে কান্দাহার গেছিলেন।সাথে ছিল ইন্দ্র নামে এক সাধু। এই ইন্দ্র বাবাজী লড়াইর মাঝে ফট করে কান্দাহার দূর্গের সামনে গিয়ে কইলেন বদ্দা ঢুকতি দাউ। ছাদে তামুক খাব।
কৌতুকের বশে সাফাভিদ দূর্গপ্রধান তার দারোয়ানকে বললেন একে ছাদে আসতে দিতে। ছাদে গিয়ে সাধুবাবা সত্যই তামাকের ছিলিম ধরাইলেন। দূর্গের সকলে খ্যা খ্যা করে তা দেখে সে কি হাসি!
দুই দিন পরে তামুকের ছিলিম শেষ করে নামতে গেলে দূর্গের সাফাভিদ বাহিনী তারে কইষা পিটায় আর টুশ করে কল্লা নামায় দেয়। দি এন্ড।
Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).
গ্রামীণ ফোনের মালিকানা হস্তান্তরে টেলিনর চুক্তি মানছে না এমন অভিযোগ করেছেন ড. ইউনুস। একই সাথে খবরের কাগজের ভাষ্যমতে তিনি মামলার সম্ভাবনাও উড়িয়ে দেনন...