সচলায়তনে লেখা লোড হবার গতি কিরকম?

সচলায়তনের নতুন ভার্সনের গতি বাড়ানোর জন্য বেশ কিছু অপটিমাইজেশন ব্যবহার করা হয়েছে। বাদ দিয়ে দেয়া হয়েছে ডেটাবেইজ ইন্টেনসিভ কিছু ফিচার। উপরন্তু নিয়মিত টুকটাক অপটিমাইজশন চলছে ব্যাকএন্ডে। তাছাড়া আরো শক্তিশালী সার্ভারের স্থানান্তরের বিষয়টি আলোচনাধীণ রয়েছে। এমতাবস্থায় আপনাদের সচলায়তন ব্রাউজের অভিজ্ঞতা নিয়ে আমরা জানতে আগ্রহী।

পুরোনো ভার্সনের তুলনায় সচলায়তন ব্রাউজের গতি কিরকম মনে হচ্ছে? আপনি কি সন্তুষ্ট? মন্তব্য করা এবং লেখা পোস্ট হবার গতি কি সন্তোষজনক? সচলায়তনের আরো গতি বেশী গুরুত্বপূর্ণ নাকি আপনার কাছে নতুন ফিচার বেশী গুরুত্বপূর্ণ মনে হচ্ছে?

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

অতিথি লেখক এর ছবি

গত তিন মাস যাবৎ আমার কোন লেখা প্রকাশিত হচ্ছেনা। ব্লগ পোষ্ট করলে কোথায় পোষ্ট হলো খুজে পাইনা, আগে আমার কীর্তিকলাপে পেতাম। একেবারে যে খারাপ লিখি তাও তো নয়। সচলের নীতি লঙ্ঘন করেছি বলেও মনে পরেনা। অতি সম্প্রতি ”ফেইসবুকের ভালোবাসা” শিরোনামে একটা ছোট গল্প ও বাসর রাতের বেড়াল নামে একটি কবিতা পোষ্ট করেছি। সন্মানিত মডু সাহেবগনের সদয় দৃষ্টি আকর্ষন করছি। ব্লগে বা মন্তব্য করতে গিয়ে বাংলাও ঠিক মত লিখতে পারছি না।সচলায়তন.নেট এ সমস্যা জানালেও সমাধান পাইনা। কেউ কি দয়া করে আমার সমস্যার সমাধান দেবেন।

মো: সহিদুর রহমান সুমন (সচলের নাম : কীরণ : আপাতত অতিথি লেখক)
পিএস টু ডিজি, বিআরডিবি, পল্লী ভবন, ৫, কাওরানবাজার
ঢাকা ১২১৫। মোবাইল : ০১৭১২৯০০৬৩৭
ইমেইল : ংযধযরফৎ.নফ@মসধরষ.পড়স

ফাহিম হাসান এর ছবি

আমি মাঝে মাঝে একটা সমস্যায় পড়ি। মন্তব্য করতে গেলে কী জানি লোড হতে থাকে অনেকক্ষণ ধরে। তারপর ব্রাউজারের পাতা সাদাই থেকে যায়। পরামর্শ চাই।

পোস্ট বেশ দ্রুত লোড হচ্ছে। ২- ৩ সেকেন্ড লাগে।

আরিফুর রহমান এর ছবি

ভোট ফিরিয়ে নেয়া যায়!!

অতিথি লেখক এর ছবি

প্রথম প্রথম অনেক সময় নিতো কিন্তু এখন চলে।
-------------------------------------------------
[url=http://www.loverofsadness.net ]Lover of Sadness[/url]| Sad Songs

তাসনীম এর ছবি

টেস্ট

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার মনে হোলো প্রায়োরিটি অনুযায়ী এভাবে তালিকা বদ্ধ করা যেতে পারে:

১। বাগ ফিক্সিং এবং পুরোনো কিছু ফিচার পুর্নস্থাপন সর্বাগ্রে

২। গতি ভালোই তবে পুরোপুরি সন্তোষজনক নয়। মাঝে মাঝে গতি সমস্যা করলেও সেটা আগের মতো সিভিয়ার নয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গতি বৃদ্ধির ব্যবস্থা করা হোক।

৩। নতুন ফিচার নিয়ে তেমন মাথা ব্যাথা নেই। বাগ এবং গতির কাজ শেষে পরীক্ষামূলকভাবে নতুন ফিচার যাচাই করে দেখা যেতে পারে।

গতির জন্য ব্রাউজার বদলের পরামর্শে দেবো আমি:
১। ক্রোম - সুপার ফাস্ট কিন্তু কিছু বাংলা ফিচার কাজ করে না। বাংলা ফন্ট ইনস্টল করে নিলে ভালোই কাজ চলে যায়।

২। ফায়ারফক্স ৪ - দারুণ গতি। সবগুলো ফিচার কাজ করে। যদিও এখন বেটা অবস্থায় আছে, তারপরও এর নজরকাড়া নতুন ফিচার এবং গতির কারণে ব্যবহার করতে পারেন।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ক্রোম যে সুপারফাস্ট তা আজকে কাজের ফাঁকে মন্তব্য করতে গিয়ে দেখলাম! বাংলা ফন্ট দেখতে চমৎকার লাগছিলো! কিন্তু কিছু জায়গায় মনে হয় ফণ্টের সমস্যা হয়। টেম্পোরারি কর্মক্ষেত্রের পিসিতে শুধু অভ্রের নতুন ভার্শন ইনস্টল করেছি! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

গতি ভালোই পাচ্ছি। তবে ফিচারগুলো ঠিক কোনটা কোথায় আছে বুঝতে পারছি না। কিছুদিন ব্যবহার করলে আশা করি ঠিক হয়ে যাবে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

কোন্‌টায় ভোট দেব ঠিক বুঝলাম না!
আমার গতির সমস্যা হচ্ছে, তবে মনে হয় কারণ আমি অন্য আইএস্পি ব্যবহার করছি, কানেকশন এমনিতেই স্লো।
তবে আগে থেকেই দেখছি, মন্তব্য করার পরে তা এডিট কখনো এডিট করে সেভ করতে গেলে অনেক বেশি সময় লাগছে।

আর বাকিটা বুনোহাঁসের ১ থেকে ৪ নং পয়েন্টস কপি-পেস্ট

১) ভোট সংরক্ষিত দেখায় কিন্তু হয় না।

২) পোস্টের ঠিক নিচে মন্তব্যসংখ্যা ও ভোটসংখ্যা দেখা যেত। এখন দেখা যায় না।

৩) আগে যার যার প্রোফাইলে তার পোস্টের তালিকা থাকত। এখন সেটা না থাকায় সমস্যা বোধ করছি।

৪) লাইক বাটন মিস করি। লাইক বাটন যোগ করা হলে কে কে লাইক দিলো সেটা দেখার ব্যবস্থা রাখা দরকার মনে হয়।

আর ষষ্ঠ পাণ্ডবদার এই কথাটা -

পুরনো ফিচারের কিছু কিছুর প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন, আমি এই পর্যন্ত মোট কতগুলি পোষ্ট করেছি, তার কতগুলো কী কী, মন্তব্য করার সংখ্যা ও মন্তব্য পাবার সংখ্যা কত, প্রাপ্ত হিট ও মন্তব্যের কার্ভ, সচল হবার তারিখ।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

৩ নং-এর সমাধান অনার্যের মন্তব্য থেকে কপি-পেস্ট:

প্রোফাইলে পোস্টের তালিকা এখনো আছে। প্রোফাইলের একদম নিচে, কীর্তিকলাপ >> সাম্প্রতিক লেখা দেখুন ক্লিক করতে হবে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এটাতো আমি আগে থেকেই জানতাম! কিন্তু আগের মতোন ডানে সাম্প্রতিক লেখাগুলোর ৮/৯টার লিঙ্ক আসলে আরো ভালো হতো, তাই বলছিলাম।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনার্য সঙ্গীত এর ছবি

গতি বোঝার জন্য দেশে বেশি মানুষ যেরকম গতির ইন্টারনেট সংযোগ ব্যাবহার করেন সেই গতিতে পাতা লোড হওয়ার সময় হিসেব করা উচিত বলে মনে করি। দেশের বাইরে অনেকক্ষেত্রেই নেটের গতি খুব ভালো বলে গতি নিয়ে সমস্যা হয় না।

আমি যদিও মাঝে মাঝে নতুন পাতা খুলতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে যাই দীর্ঘ সময় লাগে বলে!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নীড় সন্ধানী এর ছবি

আমি আগের চেয়ে অনেক ভালো স্পীড পাচ্ছি।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নাশতারান এর ছবি

গতি নিয়ে সমস্যা হচ্ছে না।

সমস্যাগুলো:

১) ভোট সংরক্ষিত দেখায় কিন্তু হয় না।

২) পোস্টের ঠিক নিচে মন্তব্যসংখ্যা ও ভোটসংখ্যা দেখা যেত। এখন দেখা যায় না।

৩) আগে যার যার প্রোফাইলে তার পোস্টের তালিকা থাকত। এখন সেটা না থাকায় সমস্যা বোধ করছি।

৪) লাইক বাটন মিস করি। লাইক বাটন যোগ করা হলে কে কে লাইক দিলো সেটা দেখার ব্যবস্থা রাখা দরকার মনে হয়।

৫) নিজের পোস্টে মন্তব্য ঘ্যাচাং করার সুবিধাটার অভাব বোধ করছি খুব।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনার্য সঙ্গীত এর ছবি

প্রোফাইলে পোস্টের তালিকা এখনো আছে। প্রোফাইলের একদম নিচে, কীর্তিকলাপ >> সাম্প্রতিক লেখা দেখুন ক্লিক করতে হবে।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নাশতারান এর ছবি

বেশ বেশ! এটাও মন্দ না। ধন্যবাদ!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শুভাশীষ দাশ এর ছবি

মাঝেমধ্যে লোড হতে সমস্যা হয়। আর আগের সবকিছুই বেশি ভাল্লাগতো।

দ্রোহী এর ছবি

আজ গতি মোটামুটি ভালই। তবে পেজ লোড হতে এখনো বেশ সময় নিচ্ছে। মাঝেমধ্যে খুব ধীরগতি মনে হয়।

পল্লব এর ছবি

এই পোস্টটাই আম্রিকা বসে হাইস্পিডের লাইনে ৫-৬ সেকেন্ড টাইম লাগল। বাংলাদেশে আরো বেশি লাগার কথা। মন্তব্য চট করে চলে আসে, ঐটা ভালো হইসে। কিন্তু পোস্ট খোলাটা আরো তাড়াতাড়ি হওয়া উচিত।

==========================
আবার তোরা মানুষ হ!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

লেখা লোড হতে বেশ সময় নেয়। এডিট করলেও একই অবস্থা। মন্তব্য করলে দ্রুতগতিতে আপলোড হয়। আরেকটু গতি দরকার।

পুরনো ফিচারের কিছু কিছুর প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন, আমি এই পর্যন্ত মোট কতগুলি পোষ্ট করেছি, তার কতগুলো কী কী, মন্তব্য করার সংখ্যা ও মন্তব্য পাবার সংখ্যা কত, প্রাপ্ত হিট ও মন্তব্যের কার্ভ, সচল হবার তারিখ।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তাসনীম এর ছবি

ভোট দিলাম।

গতি বেশ ভালো কিন্তু সব সময় না। মাঝে মাঝে লেখা লোড হতে সময় লাগে দেখি। হয়ত ব্যাকগ্রাউন্ড জব বা আমার এন্ডে স্পিডের তারতম্যের জন্যও হতে পারে। গতি নিয়ে আপত্তি নেই।

নতুন ফিচার যোগ করা বা পুরনো ফিচার ফেরৎ আনার আগে বর্তমান অবস্থায় যে বাগগুলো সনাক্ত করা হয়েছে সেগুলো আগে ফিক্স করা উচিত। আমি যেমন দুটো লক্ষ্য করেছি।

১। লেখাতে তারা দিতে পারছি না। তারা সংরক্ষণ হলেও পরে এসে দেখি সেটা নেই।

২। ড্রাফট সংরক্ষণের সময়ে যদি "Split Summary at cursor" অপশনটা নেই, তবে সামারির অংশটা সেইভ হয় না। অর্থাৎ ড্রাফট পরের বার খুললে সামারিটা গায়েব হয়ে যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...