পত পত পতায়া,চুপ থাকো, চুপ বসে ঘুপ করে

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: রবি, ১২/১০/২০০৮ - ৯:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমন সমুদ্দুর দেখি নাই তাহাতে কোন শব্দ নাই।

ঢেউ না থাকুক, কিন্তু দোলা দোলা ঝাউ বনের মত শব্দ,হাতে কাঠি থাকে কাবাব যেন গড়িয়ে পড়ে বালিতে। একি সমুদ্দুর?

সকলে খেদায়, পায়ের তলার মাটি, বালি যায় না। ছবি তোলার চাইতে জল বেশি আরামদায়ক।ঝাপাও।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবি তোলার চাইতে জল বেশি আরামদায়ক।ঝাপাও।
এসব বললে হবে না, ছবি কই?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনার এই একটা লেখা পড়ে মনে হইলো যে লেখাটা আমি পুরাপুরি বুঝতে পারছি। কোনো খটকা নাই।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুজিব মেহদী এর ছবি

শিরোনামটা ছাড়া বাকিটা দারুণস। অসচরাচর।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সামরান এর ছবি

পাটায়া ঘুরে এলে নাকি?

কনফুসিয়াস এর ছবি

এই তল্লাটে আরেকজন প্রাক্তন-পাতায়াবাসী আছেন, ওনারে খবর দিয়া আনা দরকার।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কারুবাসনা এর ছবি

নো মোর পতায়া, এখন স্লিপ ডিস্ক।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।