অনন্ত কুয়োর জল

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২৫/১১/২০০৯ - ৮:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

শক্তি

শক্তিকে বড় মনে পড়ছে, এই যে সামনে পড়ে বাংলাদেশ আর তার নদীগুলি ঠিক যেন হাতের আঙ্গুল লিখে চলেছে ক্রমাগত, সমুদ্র অগ্নি ও চাঁদ। হলুদ বালিতে লুটাচ্ছে শালটা, কাঙাল গান ভাঙছে কক্সেসবাজারের ঢেউ।

আমি লিখছি শক্তির জন্য। আকুলতা ছড়ানো আছে বকুল মালতিফুলে। ফুলগুলি দুলছে, শিশিরে ভিজছে, চমকে উপরে তাকিয়ে দেখছে জ্বলন্ত চাঁদ।
আমি মাতাল হতে পারি না, শক্তি মাতাল হয় বারেবারে, সে লেখে, পাহাড়ে জোৎস্না ফোটে। ঠিক তার মাঝে ট্রেন যেন অঙ্গুরিমাল, ফেলে যাচ্ছে মাতাল এক উপত্যকা।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

দেয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারারাত
কাল সারারাত তার পাখা ঝ'রে পড়েছে বাতাসে
চরের বালিতে তাকে চিকিচিকি মাছের মতন মনে হয়
মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হ'তো ।
সারারাত ধ'রে তার পাখা-খসা শব্দ আসে কানে
মনে হয় দুর হ'তে নক্ষত্রের তামাম উইল
উলোট-পালোট হ'য়ে পড়ে আছে আমার বাগানে ।

এবার তোমাকে নিয়ে যাবো আমি নক্ষত্র-খামারে নবান্নের দিন ।
পৃথিবীর সমস্ত রঙ্গিন
পর্দাগুলি নিয়ে যাবো,নিয়ে যাবো শেফালির চারা
গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী-পাড়া
এবার তোমাকে নিয়ে যাবো আমি নক্ষত্র-খামারে নবান্নের দিন ।

যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেসে থাকো ভালো
যদি কোনো আন্তরিক পর্যটনে জানালার আলো
দেখে যেতে চেয়ে থাকো,তাহাদের ঘরের ভিতরে--
আমাকে যাবার আগে বলো তা-ও,নেবো সঙ্গে ক'রে ।

ভুলে যেয়োনাক' তুমি আমাদের উঠানের কাছে
অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কারুবাসনা এর ছবি

থ্যা:


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহ্, একটু আগে ফেসবুকে পিঙ্ক ফ্লয়েড নিয়ে এক বন্ধুর দূর্দান্ত এক লেখা পড়ে আক্রান্ত হয়ে এখন এখানে দেখি শক্তি চট্টোপাধ্যায়... আজ বুঝি মাথা আউলার রাতই... পড়া শুরু হলো শক্তি...

চাকমার পাহাড়ি বস্তি, বুদ্ধমন্দিরের চূড়া ছুঁয়ে
ডাকহরকরা চাঁদ মেঘের পল্লীর ঘরে ঘরে
শুভেচ্ছা জানাতে যায়, কেঁদে ফেরে ঘন্টার রোদন
চারদিকে। বাঁশের ঘরে ফালা ফালা দোচোয়ানি চাঁদ
পূর্ণিমার বৌদ্ধ চাঁদ, চাকমার মুখশ্রীমাখা চাঁদ!

নতুন নির্মিত বাড়ি সমুদ্রের জলে ঝুঁকে আছে।
প্রতিষ্ঠাবেষ্টিত ঝাউ, কাজুবাদামের গাছ, বালু
গোটাদিন তেতেপুড়ে, শ্রীতলে নিষ্ক্রান্ত হবে বলে
বাতাসের ভিক্ষাপ্রার্থী! জল সরে গেছে বহুদূর।
নীলাভ মসলিন নিয়ে বহুদূরে বঙ্গোপসাগর
আজ, এই সন্ধ্যাবেলা।

ব্ল্যাকডক মধ্যিখানে নিয়ে দুই কবির কৈশোর
দুটি রাঙা পদচ্ছাপ মেলানোর তদবিরে ব্যাকুল
ব্যর্থ আলোচনা করে, গানের সুড়ঙ্গে ঢুকে পড়ে,
বর্ণমালা নিয়ে লোফালুফি করে তীরে!
রুপচাঁদা জালে পড়ে, খোলামকুচির মতো খেদ
রীভীন কাঁকড়ার স্তুপ সংঘ ভেঙে ছড়ায় মাদুরে
একা একা। উপকূলে।

বুদ্ধপূর্ণিমার চাঁদ কক্সবাজারের কনে-দেখা
আলোয় বিভ্রান্ত আজ। অধিকন্তু, ভরসন্ধেবেলা!
(কক্সবাজারে সন্ধ্যা, শক্তি চট্টোপাধ্যায়)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কারুবাসনা এর ছবি

থ্যা:


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

দেবোত্তম দাশ এর ছবি

শক্তিদা লোকটা খুব খারাপ মাইরি ...
দুনিয়াটা একদিনের জন্য শুধু তার চোখ দিয়ে দেখতে চাই
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

কারুবাসনা এর ছবি

চিরদিনই যেন তাই হয়।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতে কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’

বৃষ্টি পড়ে এখানে বারোমাস
এখানে মেঘ গাভীর মতো চরে
পরান্মূখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে
‘অবনী বাড়ি আছো?’

আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যাথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কারুবাসনা এর ছবি

আর ভাল লাগে না, এটা শুনতে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কেন? অতি ব্যবহারে জীর্ণ বলে?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মূলত পাঠক এর ছবি

আহা! দিলখুশ হয়ে গেলো! কবিতা সাপ্লায়ের জন্য সবাইকে থাংকু !

কারুবাসনা এর ছবি

বাহ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।