বিষয় বিষের জ্বালা

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১১:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রাইমারী ইস্কুলে ছাদভাঙা ঝুল স্রোত, আঁকি-বুকি সর্বশিক্ষা অভিযান। আসন্ন সোয়েটার উপলক্ষে ছুটি কাটাচ্ছে উলের গোলা, তুলসিগাছে পেঁচিয়ে আছে ঝরঝরা রোদ, ফুলির বাচ্চা।

আর কুয়াশা, তখন দূরে, রেলের জানালা, ঝাপসা কাঁচে, আঙ্গুল আঁকছে নামতা শেখা, রোদ বাতাসা ওদিক থেকে যাচ্ছে সরে সূর্য ধরে।

কোনাকুনি যোগ না দিতেই, বিঙ্গো এল, একটা ো-কার লিখলে পরে, পাছে তারে জুজু ধরে, প্রশান্ত মৃধা ভাবুক বসে, পয়মন্ত কী ো-কার দেবে! এমনি সেটা ডিজাইন, বাঁকা সাপ, ভাঙছে লাঠি, ঠান্ডা কেবল দাঁত কপাটি,
লিখছি লিখছি আমি একটু রসো, জ্যোতিবাবু যাচ্ছে চলে, বাংলা ভাষা গণ্ডগোলে, ভাবছি এবার কী উপায়! ঐশ্বর্য রাই হোন সহায়।


মন্তব্য

ফকির লালন এর ছবি

ভালো লাগলো - খাসা কোলাজ।

অনিন্দ্য রহমান এর ছবি

ক ো ল া জ


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তুলিরেখা এর ছবি

কোলাজ কোলে নিয়ে সূর্যডোবা ঘাটের দিকে চলে লোকলাজভোলা রাধিকা, পথে পথে ছড়িয়ে গেছে একাবলী হার--ধুলায় ধুলায় জড়িয়ে যাচ্ছে গোল্লাছুট গোল্লাছুট গোল্লাছুট। এশারের ছবি আসনে তুলছে ললিতা, অন্তহীন জল পড়ছে-ওয়াটারফল ওয়াটারফল, ওয়াটারফল--- ফল কালার ফলিয়ে তুলছে মীরান্দা, দিনের মাছরাঙা রাতের মাছ হয়ে যাচ্ছে, কত পাখি, কত ফড়িং, আহ। তুমি কোথায় থাকো মিতু?
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কারুবাসনা এর ছবি

হল না, হল না।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

তুলিরেখা এর ছবি

হল না!!!! কী হল না? কী হবার ছিলো? চিন্তিত
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অনেকদিন পরে আপনার লেখা পড়লাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কারুবাসনা এর ছবি

খুব একটা ভাল যাচ্ছে না, আসলেই।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

রণদীপম বসু এর ছবি

চিরদিনই ো-কারের গণ্ডগোল ছিলো। চিরকালের গোলমেলে প্রশ্নটাই তো- ও কার ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।