ঐ পারে থুতুগুলি এই পার টলমল

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: শুক্র, ২৬/০৩/২০১০ - ১০:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছাড়া ছাড়া মেঘ অস্থির হয়ে উঠছে। পানশালায় কচ্ছপের মত উড়ে বেড়াচ্ছে ধোঁয়া। সামনে বিয়ারের খালি বোতল রেখে আমরা বন্ধুরা থুতু ফেলা প্রাকটিশ করছি, অনেক থুতু দিতে হবে চারপাশে। অনেক অনেক থুতু। পিককে তখন একে একে ঢুকছেন কবিরা, পিয়াসিতে গল্পকাররা, আরো এদিক-ওদিক টুকরো টাকরা প্রাবন্ধিক- ব্লগার কতিপয়। আমরা পিচকারির মত থুতু দিতে থাকি, যেন কোন ধর্মগ্রন্থের তর্জমা, শত-সহস্র-লক্ষ- অজুত-নিজুত ধারায় বইছে ভুবনে।

আমরা ক্লাব করলাম সভা সমিতি, ঠিক করলাম কবিদের বাঁচিয়ে রাখতে হবে, দু-একপাত্র গল্পকার, আধ ফুট হিংস্র ব্লগার সব; এত থুতু কোথায় যে রাখি! নদীগুলি সব আমাদের ছিল, পদ্মা যমুনা মধুমতী। আমাদের শরীরে পুরানো সব গাছ শক্ত ও আশ্রয়, কত শত শত কাক দেখিছি আমি ভোররাতে উড়ে যাতে যাতে বলে গেছে তারা, তৈরি থেকো আর কবিদের বিশ্বাস করো না কখনও। তৈরি হয়ে বসে আছি সারাদিন, সারা শরীর জুড়ে থুতু আর পেছনে ক্ষমার অধিক রক্তাক্ত আকাশ। কোন কবি না এলে আমি আর কী করতে পারি?

আমাদের জানা ছিল না, নদীর অন্য পাড়গুলিতে কবি-গল্পকারেরা শুকিয়ে গুটিয়ে এট্টুস হয়ে পড়ছিলেন, চাইছিলেন মাটিতে মিশে যেতে। কিন্তু মাটি তাদের নেবে কেন? কোথা থেকে অদৃশ্য কিছু হাত এসে তাদের ফেলে দিল জলে, তারা টলমল টলমল পদ্ম-শাপলার মত। আমরা খবর পেয়ে পাড়ে এসে জড়ো হলাম। স্লোগান, উত্তেজনা ও লাইভ টেলিকাস্টের শেষে সার সার পাড়ে দাঁড়িয়ে প্রাণপণে থুতু ছুড়তেই থাকলাম। ধীরে ধীরে আঁধার নেমে এল। আমরা বাড়ি গিয়ে খচাখচ অনলাইন পিটিশন বানালাম। পিডিএফ ও ফরোয়ার্ড, ফরোয়ার্ড। এবং চুপি চুপি তাদের বাঁচিয়ে রাখলাম, এত ঘৃণা ও থুতু কোথায় যে রাখি।

কবিরা পানির ভেতর চুপসে ছিল ভিজে বেড়ালের মত, গজগজ করছিল সেই দিগ্গজেরা, যেন পারলেই লিখে ফেলবে দু-তিনটা নিউজ পেপার আর দেখছিল নৌকার আসা যাওয়া, মাছেদের খেলা। কখনও চড়া রোদে কখনও ধুম বৃষ্টিতে তারা ডুবছিল ভাসছিল আর প্র্যাকটিশ করছিল নিজেদের মধ্যে থুতু ছোঁড়াছুড়ি। ঘৃনা তাদেরও ছিল, ক্রোধ ও দু-এক ছটাক থুতু। তবে তা কেবল নিজেদের জন্য, আত্মঘাতী, কাক ও পলের উপমা তখন দ্রবীভূত। আর নদীর অন্যপারে তখন মেলা, সাজগোজ রঙিন পোশাক খাবার-দাবার চ্যাট ও অনন্তসজ্জায় বিয়ারের বোতলগুলি, বিধিসন্মত।


মন্তব্য

হিমু এর ছবি

এটা সুমেরুর শ্রেষ্ঠ রচনাসমগ্রে অন্তর্ভুক্ত করার মতো। বাকিগুলো আরো বাজে হয়।

কিপ ইট আপ। উচ্চতায় বাড়তে না পারলেও প্রস্থে বাড়তে পারবেন, সে আস্থা রেখে গ্লুম।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

কারুবাসনা এর ছবি

ধন্যবাদ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

শুভাশীষ দাশ এর ছবি

নাশতারান এর ছবি

কিছু নিপাট ভদ্র কবি প্রকাশ্যে থুতু ফেলেন না। তারা নিজের মুখের থুতু ঢেলে দেন থুতুহীন শুষ্ক মুখগুলোতে। সেই মুখগুলো গালভর্তি অন্যের থুতু নিয়ে চাহিদামাফিক জায়গায় ফেলে দিয়ে আসে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সাফি এর ছবি

আমিতো কিছুই বুঝলামনা, ক্যাম্নেকি!

স্বপ্নহারা এর ছবি

একদম জিতছেন! মারাত্মক লেখা...থুতু বিষয়ক এমন গবেষণা লাখ-খানেক বার থুতু না খাইলে করা যায়না! চালাইয়া যান...

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অছ্যুৎ বলাই এর ছবি

এই কবিতাটা স্টিকি করা হোক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অনিন্দ্য রহমান এর ছবি

থুতু জিনিসটাই তো স্টিকি রে দাদা। উনি এইটারে জন্মগত স্টিকি কইরা পাঠাইসেন ...
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সুমন চৌধুরী এর ছবি

আমি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি ....

এই কবিতাটা আপনি যদি অতিথি হিসাবে দিতেন তাহলে হয়তো একটু বেশী সময় ঝুলে হলেও প্রকাশ হতো।

কিন্তু প্রকাশিত হবার পরে এখন যা প্রতিক্রিয়া পাচ্ছেন তাই পেতেন।

এই আর কি ....



অজ্ঞাতবাস

কারুবাসনা এর ছবি

এই আর কি ....


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

রানা মেহের এর ছবি

এটা সুমন রহমানের স্মৃতিচারণ?
খুব ভালো।
রেটিংয়ে হয়তো কিছুই এসে যায়না।
তারপরো ১ দিলাম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

কারুবাসনা এর ছবি

এসে তো যায়। তবে মাত্র দশ?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

হাসান মোরশেদ এর ছবি

স্মৃতিচারন কেন? মিস্টার রহমান কি গত হয়েছেন নাকি দাদা?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কারুবাসনা এর ছবি

সচলে গত, অচলে আছেন হাসি


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ইশতিয়াক রউফ এর ছবি

সুমন রহমান নামটা দেখে ঢুকলাম, এবং তার বাইরে কিছুই বুঝলাম না। এই ব্যক্তি সম্পর্কে সরাসরি এবং বোধগম্য মতামত আশা করি আমি।

কারুবাসনা এর ছবি

যা:।
সরাসরিই তো।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ফারুক হাসান এর ছবি

এত ত্যানা প্যাচায়া কবি আসলে কি বলতে চান?

সাইফ তাহসিন এর ছবি

তের লম্বরডা আমি দিলাম হাসি, কষ্ট কইরা কি বুঝায় কইবেন, আসলে কি কইলেন? ট্যাগে লিখে দিতে পারতেন, "ভুদাইয়ের দল দূরে থাক!" তাইলে এই পোস্ট পড়তাম না, অহন মাথা খাউজ্জাইতাছি কি কইলেন সেইটা বুঝনের লাইগা। গালি দেন নাই তো? অ্যাঁ

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

কারুবাসনা এর ছবি

বেশ করেছেন মি।১৩।
পোস্টে কিলিয়ার লেখা আছে- চাচামিয়া (৫০ বছর বা তদুর্দ্ধ), কাদের জন্য লেখা। তারপরও এত ফ্যাচাং ক্যা?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সাইফ তাহসিন এর ছবি

সচলায়তনে ৫০ বছরের বেশি কাউকে খুজে পেলাম না বলেই আপনাকে জিজ্ঞেস করলাম, কষ্ট করে লিখলেন, আমরা পড়লাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না, তাই জানতে চাওয়াকে ফ্যাচাং বলতেছেন কেন ঠিক বুঝলাম না। আর আমাদের যদি বুঝতে দিতে না চান, তাহলে অবশ্য অন্য কথা।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

গৌতম এর ছবি

লেখকের বক্তব্য আমজনতার মাথার উপর দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই পোস্ট সফল। অভিনন্দন।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।