বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: শনি, ০৯/০৫/২০০৯ - ৯:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ সকাল থেকেই ,রুনরুন করে বাজছে আমার কানের ভেতর, প্রাণের ভেতর এই সুর, এই গান। আর কি দেবো বল্ তোকে, আমার ভক্তিরসের নমুনা তো তুই জানিস্ ই, তারপরেও পূজা পর্যায়ের একটা গান কেন এত গেঁথে যায় , এত ভেতরে, কি'জানি রে সোনা। রবিবুড়োর জন্মতিথির পুরোটা কাটলো বিস্মরণে, আর সবচাইতে বড় আবিষ্কার এই চরণ দু'খানি-

ভুবন মিলে যায়, সুরের রণনে
গানের বেদনায় যাই যে হারায়ে

বলতে নেই, প্রেম একটা চমৎকার জিনিস!

Get this widget | Track details | eSnips Social DNA

উৎসর্গ: আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তুই ছাড়া আর কাকে?


মন্তব্য

লুৎফুল আরেফীন এর ছবি

নিজের কন্ঠে? বেশ লাগলো!

s-s এর ছবি

আরে না না! খুব ভালো লাগলো একজনের খালি গলায় গাওয়া গান, তাই হাসি --- ----

হ্যাপি মাদারস ডে

হাসান মোরশেদ এর ছবি

বলতে নেই, প্রেম একটা চমৎকার জিনিস!

হুম... হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

s-s এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

বলতে নেই যে... হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

s-s এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

হাসি
[ইমো-স্বল্পতায় ভুগছি]
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।