‌' ' ২

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: বুধ, ০৭/১২/২০১১ - ৩:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি একটা statement ।
এত সহজ।
ভাবলেই হয়।
এটা একটা trouble| Really it is.
I think that what I think, I think – that is not that think that I think.
আমি আসলেই ভাবতে পারছি না কোনটা আমি ভাবছি।
Confused। বড্ড confused লাগে। একটা love letter লিখতে ইচ্ছে করছে। খুব করছে। কারো জন্য না। For myself.
কি লিখবো ।
ভাষা খুজে পাচ্ছি না।
নাকি কথাটাই।
খালি মনের মধ্যে একটা চিঠি দেখতে পাচ্ছি। আমাকে লেখা আমার লেখা একটা চিঠি। সাদা। Simply blank. কোন আঁচড় পর্যন্ত নেই।
তার মানে, আমাকে আমার বলার কিছু নেই।
Problem।
আমার যদি একটা ঘোড়া থাকতো। ওর শিং আছে। গলার টুংটাং ঘন্টাটা আমি শুনতে পাচ্ছি।
অসোস্তি এড়াতে এইভাবে আমরা অন্য ভাবনার মধ্যে ডুবে যাই। তারপর Tames Bridge. ছাগলের খামার, যুদ্ধ, six scoundrel . ক্ষিধে পেয়েছে। ভগ্নি। শেয়ালদা ষ্টেশন।
আসলে মাথাটা গেছে। কোথায় গেছে সেও জানে না।
কোন কিছুতে বসে থাকতে পারে না।
রাখী এই কারনে গৌতম বুদ্ধ হতে চেয়েছিল। বটগাছের নিচে একভঙ্গীতে বসে থাকতো। ঘন্টার পর ঘন্টা। Day after day।
তবু she can’t.
ও এখন কোথায়?
আমি জানি না। হারিয়ে গেছে।
ওর সাথে আমার রবার্ট ফ্রস্টের বইটা।
Robert Frost।
ওর সাথে ১৮ বছরের সম্পর্ক। For him I love America.
তার কি আমার ভাল লাগে?
খুজে পাই না।
অনেক কিছু মনে হচ্ছে। আবছা আবছা। বলতে গেলে মনে হয় বানিয়ে বলা হবে। সত্যিটা আসলে খুজে পাওয়া যাবে না। এটুকু বলে শেষ করলে বলা যায় - ‘ওর মধ্যে আমাকে দেখেছি।’
Mirror.
Robert Frost is a mirror.
তোমার মত।


মন্তব্য

লাবন্যপ্রভা এর ছবি

ইয়ে, মানে...

তাপস শর্মা  এর ছবি

কাটাকাটা কথার প্রতিফলনে আপনার এই লেখাগুলো ভালোই লাগে পড়তে ...

উচ্ছলা এর ছবি

অন্যরকম। সুন্দর। হাসি

তারেক অণু এর ছবি

Robert Frost is a mirror.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।