বিটকেলে

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শুক্র, ০২/০৫/২০০৮ - ১১:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেমন হতো? বিটকেলে?
এই পৃথিবীর মানুষগুলো
ভাত না খেয়ে ইট খেলে?
জেম, জেলি বা পুডিং দিয়ে
যানবাহনের সিট খেলে?

সত্যি হতো বিটকেলে?
চলতি পথে পথিকরা সব
রশির মতো গিট খেলে?
ঠান্ডা থেকে বাঁচতে গিয়ে
হা-করে মুখ "হিট" খেলে?

হতোই বুঝি বিটকেলে?
রোজ সকালে আয়েশ করে
পায়েশ ভেবে "চিট" খেলে?
আগুন ছাড়া রান্না করে
মাংস, মানে "মিট" খেলে?

বিটকেলে কী? বিটকেলে?
সবাই জানে বিটকেলে হয়
টপটপাটপ কীট খেলে !


মন্তব্য

রেনেট এর ছবি

মজার ছড়া। হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বলেছেন সমালোচনা করতে।
কিন্তু সুযোগ তো দিচ্ছেন না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

খেকশিয়াল এর ছবি

হাহাহা দারুন !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

পুরা কোপানী ছড়া।

তবে বেক্কল ছড়াকার নামটাকে মিস করি।


কি মাঝি? ডরাইলা?

অতন্দ্র প্রহরী এর ছবি

মজা পেলাম।

অতিথি লেখক এর ছবি

আমিও মজা পেলাম।
eru

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।

অনিন্দিতা এর ছবি

বরাবরের মতো ভাল লাগল।
আপনার নামের পাশাপাশি বেক্কল ছড়াকার নাম ও বহাল থাকুক।

শেখ জলিল এর ছবি

যথারীতি দারুণ! খুব ভাল্লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

হা হা হা!
অসাধারণ!! এইটা পুরা সুকুমার রায় ফেইল হইসে!!
ছড়া গু্লোর সাথে কার্টুন একে দিলে আরো জোস্‌স হত।

---
স্পর্শ

পরিবর্তনশীল এর ছবি

একমত...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে।

সৈয়দ আখতারুজ্জামান

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এ ছড়াকারটা বেক্কল বলে এসব কঠিন সত্য লিখে।

জব্বর হইছে!

মৃদুল আহমেদ এর ছবি

হাজার রকম কাজের ফাঁকে
আকতার ভাই মুখিয়ে থাকে--
দারুণ দারুণ ছন্দগুলো মাথায় ডেফিনিট খেলে...
তারই প্রমাণ বিটকেলে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ছড়াটা কেউ খারাপ কইলে
সেইটা হইতো বিটকেলে...

........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত(অফলাইন) এর ছবি

(বড়তোষ চার লাইন)

সত্যিই দাদা বিটকেলে
জয়সুরিয়া,গিলি যখন
স্ট্রেট ব্যাটে কী neat খেলে!
মাশরাফি আর আশরাফুলে
ক্রসব্যাটে বুল শীট খেলে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ওই মিয়া, আপনি কোথায় ডুব দিলেন????

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

সন্ন্যাসীজী,

আমি দৌড়ের উপর আছি। ১৩ তারিখ থেকে সেমিস্টার ফাইনাল। চোখে কিছু দেখতেসিনা মন খারাপ

ঠিক ঠাক পাস করতে পারলে ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে আবার নিয়মিত হব। আর না করতে পারলে মোডেম বেইচা পথে নামতে হইবো...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

আকতার আহমেদ এর ছবি

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা -
যারা ছড়াটি পড়েছেন এবং পড়ে মন্তব্য করেছেন
ছড়ার জয় হোক !
ছড়া-প্রেমীদের জয় হোক !!

বজলুর রহমান এর ছবি

আহমেদ আকতার
বড় ভালো ছড়াকার
কে বলে সে বেক্কল
সব লেখা একই ফল-
প্লাটিনাম এ-পেলাস
চাই আরো সু-গেলাস।

রণদীপম বসু এর ছবি

কেমন আছেন ? চমৎকার ছড়া। প্রায় একযুগ পরে নাকি আপনাকে খুঁজে পেয়েছে জুলফিকার শাহাদাৎ। ও এ মুহূর্তে আমার পাশে বসা।
তার মোবাইল ০১৬৭২০২৭৮৯৩। সে আপনাকে খুঁজছে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।