এ ছবিটা হিরোশিমার সুমিটমো ব্যাঙ্কের সিড়ির ছবি। সিড়িটা বোমার পড়ার জায়গা হতে মাত্র ৮০০ ফিট দূরে। ধারনা করা হয়, বিষ্ফোরনের আগে এই সিড়িতে একজন বসে ছিল---খুব সম্ভবত ব্যাঙ্ক খোলার অপেক্ষায় ছিল লোকটি। পরমানু বোমা সৃষ্ট তাৎক্ষনিক তীব্র তাপে এই লোকটি একেবারে বাষ্পীভূত হয়ে যায়। শুধু রেখে যায় তার ছায়া।
মন্তব্য