জীবন এখনো আছে কষ্টের পাতালে বন্দী
কিন্তু অত কষ্ট নয় যে, তোমাকে ডেকে বলি
জানি, আমি অনেকের চেয়েই হয়ত খারাপ আছি
কিন্তু অতটা খারাপ নই যে, তোমায় ডেকে বলি!
এখনো প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত চরণে আমি ঘরে ফিরি
কিন্তু অতটা ক্লান্ত নই যে, তোমায় ডেকে বলি
জানি, অনেকেই এগিয়ে গেছে জীবন পথে-- আমাকে করে একাকী
কিন্তু অতটা একা নই যে, তোমায় ডেকে বলি!
এখনো প্রতিটা ভোর এসে শুরু করে নতুন আলোর দিন
আমার জন্যে কোন আলো নেই--নিষ্প্রদীপ--যেন আঁধারের হাভেলি
কিন্তু অতটা আঁধার নয় যে--তোমায় ডেকে বলি!
তোমাদের নগরীতে দেখি ফুলের উৎসব, বসন্ত সভা, সুবর্ণ গোধুলী
বিবর্ণ ঘর আমার--কিন্তু অতটা নয় যে, তোমায় ডেকে বলি!
কিছু কিছু কথা তোমাকে জানানো দরকার ছিল, ভীষন জরুরি
কিন্ত এখনো অতটা ব্যস্ত নই যে, তোমায় ডেকে বলি!
(একটা গজলের অনুসরণে)
মন্তব্য
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
আমি অতটা ব্যস্ত নই যে-পুরো কবিতা পড়বনা!
অসাধরণ ভাবণা!
জাহান আশরাফ
ধন্যবাদ
ভালো লেগেছে।
-ইকরাম ফরিদ চৌধুরী
ধন্যবাদ !
কিন্তু অতটা একা নই যে, তোমায় ডেকে বলি!- বেশ লাগলো সময়টা।।।।
অনেক ধন্যবাদ
আর আমি এতটাই আগোছালো হয়ে আছি - এই কবিতা যে ভাল লেগেছে, ঘরের লোককে পড়ে শুনিয়েছি সেটা পর্যন্ত বলা হয়নি।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
অনেক ভাল লাগল দাদা মন্তব্যটা পেয়ে!
ভাল থাকুন দাদা আমার--
'অতটা নয় যে তোমায় ডেকে বলি ' লাইনটা ভালো লাগছে।
নতুন মন্তব্য করুন