বলেন, তবে রয়ে সয়ে

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২৪/০৭/২০০৮ - ১০:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আফনে হালায় বেকুব নাকি
সত্যি কথা হাইসা কন
বুক ফুলাইয়া আইসা কন
ঝাইড়া গলা কাইশা কন
ফাও বিপদে ফাইসা কন

যতোই বলি রয়ে সয়ে
পরিস্থিতি মাইপা কন
আফনে দেখি ততোই আরো
একটু বেশি চাইপা কন

হুজুর যারে "শ্যালক" বলে
আফনে তারে ভাস্তে কন
শুনবো আবার, আস্তে কন !

২৪ জুলাই ২০০৮


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

চিৎকারকে যখন অন্য কেউ চেপে ধরে কিংবা শরীর আর টানতে পারে না তখন তাকে বলে গোঙানি

আর চিৎকারকে যখন মানুষ নিজেই মানসিকভাবে চেপে ধরে তখন তাকে বলে ফোঁপানি....

রাফি এর ছবি

আপনার মন্তব্যে লা-জওয়াব

---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

ইশতিয়াক রউফ এর ছবি

বহুকাল এত অন্তর্ভেদী মন্তব্য পড়িনি। ধন্যবাদ, লীলেন দা।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

নুরুজ্জামান মানিক এর ছবি

এই কারনেই মাহবুব লীলেন কে গুরু মানি

নুরুজ্জামান মানিক
**********************************A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আকতার আহমেদ এর ছবি

কমেন্টে লীলেন ভাইরে বিপ্লব (রয়ে সয়ে)

কীর্তিনাশা এর ছবি

আকতার ভাইর বন্দুক দিয়া আবার গুলি বাইরাইতাসে!!

গুল্লিগুল্লিগুল্লিগুল্লি

-------------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছড়া আর লীলেন ভাইয়ের মন্তব্য দুটাতেই বিপ্লব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

সৈয়দ আখতারুজ্জামানকে দেখছি না দীর্ঘদিন যাবৎ। তিনি কোথায়?


হাঁটুপানির জলদস্যু

আকতার আহমেদ এর ছবি

@হিমু
আখতারুজ্জামান ভাইয়ের সাথে সে'দিন আজিজে দেখা হল । ইদানিং নাকি ভীষণ ব্যস্ততা অফিসে তাই সচলে অনিয়মিত ।

স্নিগ্ধা এর ছবি

ঠিক আছে, ব্লগও লিখবো রয়ে সয়েই।

'রয়েসয়ে...' সিরিজের পরের নির্দেশাসূচক ছড়াটা কি
হবে? চিন্তিত

ভূঁতের বাচ্চা এর ছবি

শেষের অংশটা সবচেয়ে ভাল লাগলে কেন জানি !
দারুন দারুন !!!

--------------------------------------------------------

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ক্যামেলিয়া আলম এর ছবি

ছড়া না মন্তব্য---------চালাচালি করলাম কতক্ষন-----
অতি চমতকার-------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আস্তে কন!

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

আকতার আহমেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা (রয়ে সয়ে) পড়ে মন্তব্য করার জন্য ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।