স্বপ্নের শুরু হইছে, খুশবো ছড়ালো বলে...

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ০৯/০৯/২০০৮ - ৩:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকাল হয়েছে সবে। আলো ফুটতে শুরু করেছে আকাশে। মহারাণী রিকশায় চড়ে হাসপাতালে রওয়ানা হলেন! সাথে গুণধর রাজপুত্র! শহরের বড় মোড়টাতে এসে হাসপাতালের রাস্তার ব্যাপারে নিশ্চিত হতে একজনকে জিজ্ঞেস করলেন। রিকশা আবার চলতে শুরু করলে আবেগে গদগদ লোকটা রাজপুত্রের জন্য শুভকামনা জানায়। বলে, ভাইয়া ভালো থাকবেন। এরপরেই তার ইচ্ছা জাগে, তাঁদের সাথে যোগ দেয়ার ইচ্ছা। সে পেছন থেকে কাতর কণ্ঠে বলে, আমি আপনাদের সাথে আসি? প্রথমে কোন জবাব আসে না। কয়েক পল পরে, রাণীমা মুখ ফেরান আর তার বিখ্যাত গোলাবী হাসি দিয়ে ইশারা করেন...

এটা একটা স্বপ্ন। মহান এক তেলবাজ এই স্বপ্নটা দেখেছেন এবং পরিচিতদের কাছে স্বপ্নটা বর্ণনা করছেন। স্বপ্নের তাবির দেনেওয়ালারা এইটা নিয়া গবেষণায় ব্যাস্ত এখন।

সেই পুরনো খেলা আবার শুরু হলো তবে। শোনা যায় হাওয়ায় আবার খেলা জমছে। খুশবো ছড়াবে যে কোন সময়। আবারও ভাইয়ারা ছড়ি ঘোরাবেন, দেশকে আবার ইচ্ছেমতো উল্টে পাল্টে ভেজে খাবেন। আমরা দেখব আর আপ্লুত হবো। স্বপ্ন দেখতে দেখতে লোকজন হাওয়ার সামনে লাইন দেবে। তাদের ঝুলন্ত জিহ্বা থেকে ঝরবে লোভাতুর লালা।

এই যদি কথা ছিল, তবে কেন খেলারামের এত খেলা? তবে কেন এত হম্বি তম্বি? সব শালাই ঠিক থেকে যায়। স্বপ্ন দেখে, স্বপ্ন বিলায়। পা’টা ভাঙ্গে শুধু আহমেদ নূরদের। বেকার হয় রুমন, নাজিম।

কিছু করার নেই হে বালক বালিকারা, হুগা মারা খাবে বলেইতো সবুজ শ্যামল দেশে জন্মাইছ তোমরা আবালের দল।


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

খেলা দেখিও না বুঝিও না
তবে বড়ো বড়ো খেলার আগে দেখেছি দুই পক্ষের খেলোয়াড়রা হাত মেলায়
আর খেলার শেষে একসঙ্গে প্রেস কনফারেন্সে গিয়ে একজন আরেকজনের নিয়মতান্ত্রিক প্রসংশা করে
আর সবশেষে এক টেবিলে বসে মদালু ডিনার খায়

এই সবই সভ্য খেলার নিয়ম
আর আমাদের গ্রাম্য খেলায় নেক সময় একপক্ষের হাতে আরেক পক্ষের মাথা নিয়ে আসাও কঠিন ছিল
কিন্তু আমরা সভ্য হয়ে যাওয়ায় সেইসব নিয়ম এখন আর ফলো করি না

নজমুল আলবাব এর ছবি

মদালু ডিনারের টাইম এসে গেছে ভাইজান।

ভুল সময়ের মর্মাহত বাউল

পলাশ দত্ত এর ছবি

অপু তোর কিছু সরাসরি না-বলার ভঙ্গিতে কথাগুলা দারুণ কইছস।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নজমুল আলবাব এর ছবি
পলাশ দত্ত এর ছবি

এইটা গোল্ড মেডেল দিছি। তোর এই লেখায় যে-তুইটা ৫ তারা দ্যাখতাছোস তার একটা আমার দেয়া রে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতিথি লেখক এর ছবি

হুম ...... ভাই ঠিক বলছেন । খেলারামদের খেলা আবার শুরু হয়ে গেছে । হাওয়ার কারসাজিতে এবার তেলবাজদের নৌকা আবার তরতর করে এগিয়ে যাবে আর পিছনে পড়ে থাকব আমরা সব আবালের দল । আর এভাবে সত্য বলার ভঙ্গি টা দারুন ।
নিবিড়

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ নিবিড়। আবাল হওয়ার মজাটা এই শালারা কাইড়া নিলরে ভাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

তানবীরা এর ছবি

স্মার্ট রা খেলা দেখায় আর আমরা বেক্কলগুলো খেলা দেখে যাই

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নজমুল আলবাব এর ছবি

স্মার্টের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে ইদানিং।

ভুল সময়ের মর্মাহত বাউল

হাসান মোরশেদ এর ছবি

তুমি ভালো আছো বাপ? তুমি বেঁচে আছো খোকা?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নজমুল আলবাব এর ছবি

ভালো আছি! বেঁচেও আছি!

ভুল সময়ের মর্মাহত বাউল

অছ্যুৎ বলাই এর ছবি

মহারাণীকে রিক্সায় চড়াইছেন! আপনি তো লুক ভালো না। আপনার নামে মানহানির মামলা করা উচিত।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

মিয়া, স্বপ্নের গরু আকাশে উড়ে এই কথাটা ভুলে গেলেন?

ভুল সময়ের মর্মাহত বাউল

আরিফ জেবতিক অফলাইন এর ছবি

নজমুল আলবাব কবিতা ছেড়ে রাজনৈতিক ব্লগ লিখছেন ।
হু , কবিরা যখন খেপে ওঠে তখন বুঝতেই হবে রাষ্ট্রে আসলেই অনেক বেশি ঘুন ধরেছে ।

নজমুল আলবাব এর ছবি

ভাই, ক্ষেপলান কই? আমারে আপনে ধরায়া দিতে চান বুঝি? ডর লাগে কইলাম।

ভুল সময়ের মর্মাহত বাউল

tulip(atithi) এর ছবি

কবিরা রেগে গেলে বুঝতে হবে বিপ্লব সমাগত।

নজমুল আলবাব এর ছবি

বিপ্লবের খেতা পুড়ি।

ভুল সময়ের মর্মাহত বাউল

নিরিবিলি এর ছবি

সবাই খেললে দেখবে কে? নিয়মেই আছে গুটি কয়েক খেলবে আমরা হাবলা কেবলা দেখবো হাসি

নজমুল আলবাব এর ছবি

দেখতেই আছি, দেখতেই আছি...

ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি
নজমুল আলবাব এর ছবি

লীলেন ভাই বলছে, খেলা শেষে মদ খাওনের টাইম নাকি সমাগত হইছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

তারেক এর ছবি

খেলা না তামশা? ভাল্লাগে না কিস্যু... গ্যাঞ্জাম!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নজমুল আলবাব এর ছবি
শেখ জলিল এর ছবি

আলবাবীয় গদ্যে দারুণ স্যাটায়ার।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতন্দ্র প্রহরী এর ছবি

(দীর্ঘশ্বাস) মন খারাপ
_________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।