অবসাদের কাব্য

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: মঙ্গল, ১৭/০৩/২০০৯ - ৪:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সঙ্গম শেষে মানুষ মূলত ক্লান্তই হয়।
তবু প্রতিরাতে শহরে, গ্রামে, নিয়নে ও জোনাকের আলোতে
মানুষ মিলিত হয় জৈবিক উল্লাসে।

দীর্ঘ বিরতি বিরহের মতোনই কাঙাল করে, বিলাপ শেখায়।
সময় বেঁধে স্কুলের পেছনে প্রেমিকার জন্যে অপেক্ষা করা বালক জানে
ঘড়ির কাটা কতো স্থবির, কচ্ছপ। দুপুরের ছায়া লেপ্টে থাকে, দুঃসময়ের মতো।

বিকেল হতে কতক্ষণ লাগে?
আজ বিকেল হবে কখন?


মন্তব্য

রানা মেহের এর ছবি

অপু, আমাদের বালক আবার ছুঁয়ে যাওয়া কবিতা লিখলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নজমুল আলবাব এর ছবি

তাই বুঝি? আমিতো জানি সে বেটা মরে গেছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন এর ছবি

আমার অপেক্ষা সন্ধের জন্য।

........................................................

শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নজমুল আলবাব এর ছবি

ক্যান? সরাবান তাহুরারর আসর আছে?

ভুল সময়ের মর্মাহত বাউল

সুমন চৌধুরী এর ছবি

অনেকদিন পরে পড়া হৈল আলবাবের কবিতা। প্রতিক্রিয়া আগের মতোই....চলুক



অজ্ঞাতবাস

নজমুল আলবাব এর ছবি
আহমেদুর রশীদ এর ছবি

অনেকে অক্লান্ত থেকে যায়, অনেকে শেষ করতে পারেনা,অনেকের মধ্য দুপুর স্থির দাঁড়িয়ে থাকে মাথার উপর-নড়েনা চড়েনা। হায় বিকেল,প্রার্থিত নরোম বিকেল।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নজমুল আলবাব এর ছবি

বিকেলটা বড়ো দেরি করে আসে টুটুল ভাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

তীরন্দাজ এর ছবি

দারুন!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নজমুল আলবাব এর ছবি
অতিথি লেখক এর ছবি

দারুণ লাগলো
মেঘের পরে
মেঘের কথকতা

নজমুল আলবাব এর ছবি
সুমন সুপান্থ এর ছবি

পড়লাম , সেই কথা জানিয়ে যাই ...

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

নজমুল আলবাব এর ছবি
আলমগীর এর ছবি

বিকেল আসার আগে কী করতে হবে?

নজমুল আলবাব এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

বিষাদময়...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নজমুল আলবাব এর ছবি

না।
এইটা এক্টা প্রেমপত্র।

ভুল সময়ের মর্মাহত বাউল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তাইলে ঠিকাছে... দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনীক আন্দালিব এর ছবি

আমার বিকেল আসে না, আমি শীতাতপের থাইকাঁচে নিজেকে ঢেকে রেখে সন্ধ্যে নামা দেখি, গাঢ় পর্দা নেমে আসা দেখি আর ক্রমশই হতাশ হই। দুপুরের রোদ আর সকালের তীর্যক ছায়ারা তৃপ্তি দেয় না।
====
আপনার লেখা হঠাৎ করেই আমাকে খুব বিষণ্ণ করে দিচ্ছে, কারণ সহসাই অনুভব করলাম যে আমি অনেকদিন বিকেলের নেমে আসা দেখি নাই।

নজমুল আলবাব এর ছবি

ধন্যবাদ আন্দালিব।

আমিও যে খুব বিকেলের নেমে আসা দেখি, তা নয়। তবে মাঝে মাঝে দেখা হয়।

ভুল সময়ের মর্মাহত বাউল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ছিছি অপুদা, এভাবে জনসম্মুখে ইজ্জৎ এরে মারি দ্যান ক্যান?

নজমুল আলবাব এর ছবি

কেন হে বালক, কি করিয়াছি?

ভুল সময়ের মর্মাহত বাউল

অম্লান অভি এর ছবি

হোক কবিতা অথবা কাব্যিক প্রেমপত্র, তবে এ আর যাই হোক পুড়ে- তবু পোড়ায় না। দীর্ঘ প্রতিক্ষায় শিকড় গজানো মনুষ্য গাছ, বেশ সুন্দর অভিব্যক্তি।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

নজমুল আলবাব এর ছবি
মাল্যবান এর ছবি

বিকেল হতে কতক্ষণ লাগে?
আজ বিকেল হবে কখন?
একটি আর্তরবের মতো বেজে যাচ্ছে ,বেজে গেলো ।
বিকেল এখানে একটি আকাঙ্খার সময় মাত্র, সময়টি রাত হলে হাহাকার সেই উচ্চারণে বেজে উঠতো। আর দুঃসময়ের ছায়া লেপ্টে থাকতো শ্যাওলার মত ।
ভালো লাগলো। আরো কবিতা পড়তে চাই ।

নজমুল আলবাব এর ছবি

এমন পাঠক পাওয়াটাও ভাগ্যের ব্যপার। ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল

সবজান্তা এর ছবি

শুরুর লাইন কয়টা আমাদের মত শিশুদের জন্য ভীষণ রকমের শিক্ষনীয়। চোখ টিপি

কোবতে ভালো লেগেচে। কবি আবার কবে লিকবেন, তা কি জানতে পারি ?


অলমিতি বিস্তারেণ

নজমুল আলবাব এর ছবি

বেশি শিখিতে যাইওনা বাবারা। সোমস্যায় পড়বা শেষে।

কোবতে নাজেল হইলেই প্রদান করা হইবেক।

ভুল সময়ের মর্মাহত বাউল

আশরাফ মাহমুদ এর ছবি

ভাল লেগেছে কবিতা।

নজমুল আলবাব এর ছবি
নজমুল আলবাব এর ছবি

বাউলের কপালে ব্যানের তিলক একে দেয়া হোক।

ভুল সময়ের মর্মাহত বাউল

জেবতিক রাজিব হক এর ছবি

মারহাবা, মারহাবা দোস্ত।

নজমুল আলবাব এর ছবি
কীর্তিনাশা এর ছবি

বাউল ভাই'র কবিতা পইড়া মন উচাটন হইছে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নজমুল আলবাব এর ছবি
tuli এর ছবি

অগতির গতি
সেলিনা তুলি।

নজমুল আলবাব এর ছবি

আমাকে বিধিলা তুমি আমারি তীরে!

ভুল সময়ের মর্মাহত বাউল

মাশীদ এর ছবি

হি হি হি!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অদ্ভূত ভাল্লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি
টুটুল এর ছবি

বিকেল হতে কতক্ষণ লাগে?
আজ বিকেল হবে কখন?

প্রতিক্ষা মন খারাপ

ক্যামন আছেন?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী বলি...

মাশীদ এর ছবি

সময়গুলো কেমন যেন। মাঝেমাঝে বিকেল আসতেই চায় না, আবার মাঝেমাঝে কত্ত বিকেল চলে যায় খেয়াল থাকে না।

আবারো আপনার কবিতা পড়ে মন খারাপ হয়ে গেল ভাল লাগায়।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

তারেক এর ছবি

মিস করেছিলাম এইটা... ভাগ্যিস পড়া হইলো এখন। দারুন! হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৌরভ এর ছবি

এইসব লেখায় কমেন্ট করার দুঃসাহস রাখি না।
অপূর্ব।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- অপু'র (বাউল) পর্ব = অপূর্ব চলুক

[নাম ধরে ডাকাটা পোয়েটিক, সেন্টু না খাওয়া বাঞ্ছনীয়]
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

সত্যিই অপূর্ব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।