কাণ্ডারীহীন নাগরিক প্রার্থনা

অম্লান অভি এর ছবি
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: সোম, ২২/০৩/২০১০ - ১১:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমরা যেদিন যুথচারী হলাম
সেই দিন আমাদের কাছে স্বাধীনতা এসে নতজানু হল
আমাদের অস্থি ও মজ্জার ভেতরে যে ক্ষুধা আর আকাঙ্ক্ষা
আদিগন্ত ডুবিয়ে রেখেছিল তার প্রকাশ পেল সেই সকালে, কিন্তু
তারপরই আমরা আবার বিভক্তির বিশাল শব্দ গণনা শুরু করলাম
এক দুই তিন চার পাঁচ.........
বিভক্ত হতে হতে আমরা আমাদের সেই পরাজিত প্রতিপক্ষকে
শক্তির উৎস মুখ খুলেদিলাম, শানিত হওয়ার জন্য
তারা তাদের রশদ আরো বাড়িয়ে নিল, আমরা এখন
দ্বিধা আর দ্বন্দ্ব নিয়ে মনে করি আমরা স্বাধীন......

স্বাধীনতা, রন্ধ্রে রন্ধ্রে যে স্বাদ ঢুকে আছে তার ঘ্রাণ আমাদের
ক্লান্ত হতে হতে আবারও প্রাণবন্ত করে তুলে, করে
স্মৃতিচারী তাই আবার আমরা যুথবদ্ধ হই, এমন সময়
একজন কান্ডারী আমাদের বড় বেশী প্রয়োজন-
যে আমাদের সক্রিয়তা তুলে ধরবে আমাদেরই কাছে।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বেশ ভাল্লাগছে। তবে আমি মনে করি কান্ডারীর আশায় বসে থাকলে হবে না। নিজেদেরই হাল ধরতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অম্লান অভি এর ছবি

ভেতরে ভেতরে নিজেকে তৈরীর জন্য কান্ডারীর চিন্তা। ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

হরফ [অতিথি] এর ছবি

বাঃ। প্রায় সর্বত্রই কান্ডারীর অভাব দেখা যাচ্ছে অভি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।