সিধেশ্বরের গুহাঃ রসহ্যময় সুড়ঙ্গ

অম্লান অভি এর ছবি
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: বুধ, ০৪/১১/২০০৯ - ১১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি ভ্রমণের খন্ডাংশ ক্লান্ত-জ্বর সিক্ত-মন নিয়ে তুলতে প্রয়াশ খুদ্র বাক্য বিন্যাসে, একে কি কবিতা বলে! নিয়মের বেড়া জাল নিজের ছন্দ গুণে লিখে রাখি আগামীর জন্য অতীতকাহীনি- দেখে আসা শেষ অক্টোবর এবছরের দিনে সিধেশ্বরের গুহা/ রহস্যময় সুড়ঙ্গ, আলুটিলা, খাগড়াছড়ি।
auto

মানব গুহায় চলমান দিন- বিষন্নতায়
উপচে পড়ার ভিড়ে, মন উড়ে যায়
প্রান্ত খোঁজার আশে, ছুটির বিমল অবকাশে।
পথিক চলে রেখে অনেক পথ- বারৈয়ার হাট
মাটিরাংগা গুইমারা রিছাং আলুটিলা ভিড়ে গাড়ি
গন্তব্যের খাগড়াছড়ি।
প্রভাত রাঙা পথ যায় পাহাড় ঢেউ সাথে নিয়ে
মিষ্টি আলো চুড়া ছোঁয় আলতো পরশ দিয়ে
ঘুম ভেঙ্গে যায় বননীর; স্বাগত উচ্চারণে তাকায়।
এই পাহাড়ের চুঁড়া ছুয়ে ঐ পাহাড়ের চুঁড়ায়
আলো নাচে দিনের প্রথম ক্ষণে, আগমনের গানে
অতিথি আপ্যায়নে।
প্রবেশ পথে উদার আহ্বানে এগিয়ে আসে
ধনয়ং ত্রিপুরা আপন উচ্ছ্বাসে পথ দেখানোর আশে
বানিয়ে মশাল পথ দেখায়- সিদেশ্বরের গুহার।
অজানা আনন্দ পুলকিত করে, সিড়ি বেয়ে
গড়িয়ে চলে মনবাহী দেহ, গুহার প্রান্তে এসে
থমকে দাঁড়ায় সহযাত্রী অজানা এক ভয়ে
সেই ক্ষণের ছবি স্মৃতির গুহায়
রাখতে স্মরণে আগামীর পথ ধরে।


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

ছবি দেখতে পেলাম না যে!

আর নামটা কি সিধেশ্বর না কি সিদ্ধেশ্বর? দ্বিতীয় শব্দটাই চেনা মনে হয়।

অম্লান অভি এর ছবি

আলুটিলা পর্যটনের স্মারক ফলকে যা লেখা তা হচ্ছে 'রহস্যময় সুড়ঙ্গ'। কিন্তু আমাদের যে গুহাটি দেখিছিল তার বক্তব্য পর্‌যটন হওয়ার আগে এই গুহার নাম ছিল 'সিধেশ্বর গুহা' ( আমি তার উচ্চারণ অবিকৃত রেখেছি মাত্র)। আপনার বক্তব্য প্রণিধানযোগ্য। আর হ্যাঁ আমি যে ছবিটা সংযুক্ত করেছিলাম তার আয়তন বড় হওয়ায় বগ্লে আসেনি। দেখতে পারেন এখানে

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

মূলত পাঠক এর ছবি

তা না হয় হলো, কিন্তু "রসহ্যময়" (শিরোনামে)? হাসি

সাফি এর ছবি

কিছুদিন আগে, তড়িৎডাকে পেলাম নিজের বক্তব্যখানি,

"aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed i.........t whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe"

রহস্যময়তার ব্যপারটাও তাই বুঝি আমারও চোখ এড়িয়ে গেছিল

তুলিরেখা এর ছবি

শিরোনাম দেখে ভির্মি গেছি। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নাজমুস সামস এর ছবি

মিষ্টি আলো চুড়া ছোঁয় আলতো পরশ দিয়ে
চমৎকার লাইন। ভালো লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।