পতনের খবর বিষয়ক বিভ্রম

অনীক আন্দালিব এর ছবি
লিখেছেন অনীক আন্দালিব [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৬/১০/২০০৯ - ৫:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ট্রেনের চাকার সাথে সে পড়ছে।
এটাই সংবাদ ছিল। শিরোনাম ও সংবাদটি একটি লাইনেই বিবৃত। পরের কথাগুলো অজরুরি ও অনুপস্থিত। শুধু খবরটি জানা গেলো- সে পড়ছে।
ক্রমশ ঘূর্ণায়মান চাকার ভেতরের আঁকিবুকি মুছে গেছে গতিতে- আর সে পড়ছে, পেঁচিয়ে পেঁচিয়ে পড়ে যাচ্ছে মাটিতে।
শব্দহীন।
যে ব্যথাগুলো আজীবন পতনের সাথে জড়িত, তারা জানেও না কবে প্রথম এই অযাচিত পতন, গহীনে বসবাস শুরু করেছে। কেবল প্রতিক্রিয়ার মতো ফুটে ওঠা বা জেগে ঘুমিয়ে থাকা, মরণঘুমের ভান। ক্রিয়ার পরিচয় তখনও জানা যায় না। প্রতিক্রিয়া বুঝে বুঝে ক্রিয়া চিনতে হয়, সময় সময়। এই পরিচয়পত্রটি ছাড়াও বেশ ভুলে থাকা যায় এমন স্বরূপ, মাছের মত।

-ক্রিয়াপদ জ্ঞাত ছিল। ডিজওর্ডারমূলক। তা খানিকটা বৈসাদৃশ মনে হয়।
এই জ্ঞাত শব্দের শরীরে পতনের রাশি রাশি সূত্রাবলি লেখা ছিল। দু'ইঞ্চি কলামের খাতায়, পাতায়। পাতা ঝরে যাওয়া শোক, গাছের কাঠের ভেতরে জমে থাকে। আমাদের শরীরে পতন জমে, গাছের মতোন গোল গোল চক্রাকার বর্ষরেখা জমা থাকে। খুলে দেখো, কি চমৎকার মনেৎ! ছবিতে ভুল থাকে না তোমরা জানো, তারপরেও কেন সন্দেহ এতো, সূত্রাবলি নিয়ে? স্বৈরাচারী নির্দেশ-মোতাবেক এসব ঠিক আছে, সত্য আছে। ঘন গভীরে খুঁজে দেখো, পতন ও ক্রিয়ার মাঝে কোনো মিথ্যা নাই।

"সে পড়ছে"।
তার পতনের সাথে আপেক্ষিক, আমরা, তুমি আমি, সকলে ক্রিয়াপদ হয়ে ঝুলে আছি। হয়তো? আবার এমন সন্দেহমূলক অব্যয়! আমাদের পতন সম্বন্ধে আর কেউ নিশ্চিত নয় বলে ধরে নেয়া যেতে পারে তোমরা স্থির আছো। পড়ছো না এবং তাকিয়ে তাকিয়ে জুলজুল করে তার পতন দেখছো।

***
- অনীক আন্দালিব
৬।১০।৯


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

বাঃ!

একটু হাল্কা ইন্টেলেকচুয়াল গন্ধ পেলুম যদিও হাসি

অনীক আন্দালিব এর ছবি

ইন্টেলেকচুয়াল গন্ধটা মনে হয় অসাবধানে চলে এসেছে।

লেখাটা বেশ তাড়াহুড়ো করে লেখা। আমি তাড়াতাড়ি লিখলেও, ভাবনাটা মাথায় গুছানো থাকে। এটার বেলায় তেমনটা ছিলোনা বলে লিখে ফেলার পরেও অনেকক্ষণ (এমনকি এখনও) খুঁতখুঁত করছে মনে।

পড়ার জন্য শুভেচ্ছা রাজর্ষিদা।

অনুপম ত্রিবেদি এর ছবি

ভাল্লাগসে। বেশ আধুনিক উপস্থাপন & টোন।

----------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনীক আন্দালিব এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ, অনুপম। উপস্থাপনা বিষয়েই সব নজর থাকে, কারণ সব কথাই তো বলা হয়ে গেছে। এখন কেবল নতুন করে বলা, নতুনভাবে দেখার প্রয়াস।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

পাতা ঝরে যাওয়া শোক, গাছের কাঠের ভেতরে জমে থাকে। আমাদের শরীরে পতন জমে, গাছের মতোন গোল গোল চক্রাকার বর্ষরেখা জমা থাকে। খুলে দেখো, কি চমৎকার মনেৎ!

এমন ভাববেন না যেন উদ্ধৃতিটাই সবচে' ভালো লাগছে। এই লাইনগুলোতে একটা স্নিগ্ধতা আছে। চ্রম হাত পাকা লেখা!
"ট্রেনের চাকার সাথে সে পড়ছে" এই রেফারেন্সেই তো পতনের প্রসঙ্গে আসা। এই জায়গাটা আমার কাছে একটু খটকার মত। তাই আমার বরং এখান থেকে শুরু করতে ভালো লাগছে -

শব্দহীন।
যে ব্যথাগুলো আজীবন পতনের সাথে জড়িত, তারা জানেও না কবে প্রথম এই অযাচিত পতন -----
বাদ বাকি অনবদ্য। আসলে "পতন" শব্দটা আমার কাছে যা দাবি করে তার সাথে "ট্রেনের চাকার সাথে সে পড়ছে" এই ব্যাপারটা রিলেট করাতে কষ্ট হচ্ছে। ট্রেনের চাকা বললেই একটা ঘূর্ণায়মান ছুটন্ত ইমেজ তৈরী হয়। তার সাথে পেঁচিয়ে পড়ে যাচ্ছে - এটা পতনের অতটা ভালো আভাস কি?
---------------------------------------------------------------------------------------
দেশে না বৈদেশে?

অনীক আন্দালিব এর ছবি

খটকার জায়গাটা আমার প্রকাশের খামতি সম্ভবত। ট্রেনের চাকার সাথে যদি কেউ জড়িয়ে যায়, তার পতনের পরমুহূর্তেই, সে কিন্তু আবার উঠে আসে। মানে, এক ধরনের ঘূর্ণায়মান পতন। আবার তার পুরোটা উঠেও আসে না, ছুটন্ত ট্রেনের সাথে পাল্লা দিয়ে। কিছু অংশ পড়ে থাকে, কিছু অংশ হারিয়েও যায়।
হয়তো বিষয়টা সেভাবে ফুটে ওঠেনি।

তুমি প্রশংসায় বেশ দিলখোলা হে। মাথা পেতে নিলাম। হাসি

অনিন্দ্য রহমান এর ছবি

পুরা বিষয়টা স্লোমোশনে হইতেসে ... দেখতে পাইলাম। আপনার লেখা দুর্দান্ত লাগল।

: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অনীক আন্দালিব এর ছবি

আসলে আপনার দৃষ্টিশক্তি দুর্দান্ত অনিন্দ্য। আমার লেখার মোশন ধরে ফেলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ!হাসি

অবাঞ্ছিত এর ছবি

আমার কাছে কড়া লাগসে হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অনীক আন্দালিব এর ছবি

ওহ্‌ ! আমি নিজেও কড়া ভালুবাসি! চোখ টিপি

মনামী এর ছবি

চক্রবদ্ধ পতনের নিয়তি অমোঘ, তারপরও সুগভীর নিস্পৃহতায় ছায়ামানবের মত পথ হাঁটা - খোঁচা দিয়ে সত্যটি দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

অনীক আন্দালিব এর ছবি

আমাদের যাবতীয় পরিণতি (আমরা যতোই ভান করি না কেন) আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আড়াল থেকে মাঝে মাঝে সেই সত্যটা ধরা দেয়। হয়তো আমি বুঝতে চাই বলে সেটা বেশি বেশি চোখে পড়ে। আপনারও চোখে পড়লো মনে হয়, মনামী।

ভালো থাকুন।

ভুতুম এর ছবি

চমৎকার লাগলো, খুবই চমৎকার।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

আশরাফ মাহমুদ এর ছবি

লেখা চমৎকার হয়েছে। সূচনাটা মনকাড়া। মাঝখানে ঝুলে যাওয়া প্রবণতা যদি-ও ছিল, কিন্তু শেষে এসে আগের টানটা মিলে গেল।

[নতুন লেখা নেই?]

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।