দিনলিপি

অপালা এর ছবি
লিখেছেন অপালা (তারিখ: রবি, ১৯/০৮/২০০৭ - ৩:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গতকালের ফেলে রাখা কাজ টা শেষ করতে ই হলো।ঘরের যা অবস্থা ছিল,বকের মতো পা ফেলে ফেলে হাটতে হয়েছে। এখন বেশ সাফ সুতর ই লাগছে। কেন জানি না, আমি গুছায়ে রাখলেও সব এলোমেলো লাগে।ড্রেসার এর উপর রাখা শোপিস গুলো ঠিক ঠাক লাগছে না, পিচ্চি গ্যালারীটা ভাঙতে হল কিছু ফাকা জায়গা বের করার জন্য। আরেক টা মেয়ে আসছে, এখন ও কোনো থাকার ব্যবস্থা হয়নি,আমার সাথে থেকে ই বাসা খুজবে।ওর জিনিস পত্র রাখার জায়গা করার জন্য ই যতো ঝামেলা।কতো কতো জিনিস ফেললাম।আমি নিজেও অবাক হয়ে যাচ্ছিলাম ,এই কাগজটগুলো কেন রেখে দিয়েছিলাম মনে করতে পারি নি।একসময়কার প্রয়োজনীয়,এখন অপ্রয়োজনীয় অনেক কিছু ই ফেলে দিয়েছি।আমার ছেলের জিনিস গুলো ফেলতে পারি নাই। সব বেগে করে স্টোর রুম এ চালান করে দিয়েছি।ওর খেলনা গুলোর কিছু গ্যালারীর এক কোনায় রেখে কাজ শেষ করলাম।খেতে খেতে বন্ধুর ফোন,আরেক বন্ধু দেশে যাচ্চছ।আগে জানলে কিছু জিনিস পাঠানো যেত।

সব শেষ করে এখন একটু ফুসরত। আজ আর পড়াশুনা করবো না।বিকেলে দেখি একটু বাইরে যাব।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

শেষপর্যন্ত বাইরে যাওয়া হয়েছিল তো?
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি

প্রতিদিন এট্টা কৈরা দিও...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

পড়ালেখা বাদ দিয়া উড়াল দেন। সেই আয়লো সখী উইড়া যায়...


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কেমিকেল আলী এর ছবি

পড়া লেখা বাদে সময় কিছুতেই আগ্রহ পাই, ঐ টা করতে গেলেই সব আপদ!!!!!!!

অপালা এর ছবি

আর বাইরে যাওয়া,ঘরে বসে বসে গান শুনলাম। এখন ও শুনছি।উইড়া যাইতে তো মন চায় ই, কিন্তু---

এটা ঠিক এই মরার দেশে আশার পর পড়াশুনা না থাকলে পুরা দোজখের মতো লাগে, তখন সব কিছু ই উলট পালট লাগে---

প্রতি দিন!! এতোটা নিয়মাবর্তি যদি হইতাম!!!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হ পেত্তিকদিন এট্টা কইরা দিয়েন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

kutub এর ছবি

hmm mone hocche besh kutub hater kaj.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।