Archive - মার্চ 12, 2010

বেহায়া

শুভপ্রসাদ এর ছবি
লিখেছেন শুভপ্রসাদ [অতিথি] (তারিখ: শুক্র, ১২/০৩/২০১০ - ১:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বোধের ঘরে ভোগের বাসা
পথের সাথে রথের আড়ি
কাছের সুরে বাঁধা এ গান
ইচ্ছে সুদূর দেবো পাড়ি

আকাশ কোথায় মেঘলা এখন
তৈরি আলোর অলীক মায়া
দরাজ গলার গভীর যে গান
উধাও এখন গাছের ছায়া

স্বল্প হাসির কল্পকথা
মানিয়ে চলার শিল্পরীতি
বানিয়ে বলা ঘনিষ্ঠতা
এটাই এখন সংস্কৃতি

এই খরাতেও এক বেহায়া
স্বপ্ন দ্যাখে অঝোর শ্রাবণ
সেই শ্রাবণের আগুন যেন
চেতন আনে জাগায় মনন।