মুক্তমনার প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে কুপিয়ে খুন, স্ত্রী আহত

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বিষ্যুদ, ২৬/০২/২০১৫ - ১০:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একুশের বইমেলার থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কুপিয়ে খুন করা হয়েছে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়কে । গুরুতর আহত হয়েছেন স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যা।

ফাক!
http://www.banglanews24.com/beta/fullnews/bn/371811.html

http://bangla.bdnews24.com/bangladesh/article931281.bdnews


মন্তব্য

মন মাঝি এর ছবি

সর্বশেষ খবরঃ অভিজিৎ আর নেই! শ্রদ্ধা

****************************************

ইশতিয়াক রউফ এর ছবি

এই দুঃখ ও লজ্জা রাখার জায়গা নেই। এভাবে একে একে সবাই ঝরে যাবে মৌলবাদীদের কোপে।

অতিথি লেখক এর ছবি

দেশটা কার জন্য নিরাপদ এখন???

দেবদ্যুতি

Sayeed Khan এর ছবি

This is BANGLADESH ?

রিয়াজ এর ছবি

বাকরুদ্ধ হয়ে গেলাম, আবারও টিএসসিতে ?

অভিজিতের স্মৃতির উদ্দেশ্য শ্রদ্ধা। বন্যার দ্রুত সুস্থতা কামনা করি ।

Sayeed Khan এর ছবি

ছিঃ বাংলাদেশ ছিঃ ?

অতিথি লেখক এর ছবি

মুক্তমনা-র ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না; ওয়েবসাইটও হ্যাক হয়ে গেলো নাকি?

Emran

কানা বাবা এর ছবি

এভাবে আর কত দিন চলবে?

/----------------------------------------------------
ওইখানে আমিও আছি, যেইখানে সূর্য উদয়
প্রিয়দেশ, পাল্টে দেবো, তুমি আর আমি বোধহয়
কমরেড, তৈরি থেকো,গায়ে মাখো আলতা বরণ
আমি তুমি, আমি তুমি, এভাবেই লক্ষ চরণ।।

তুলিরেখা এর ছবি

খবরটা শুনে স্তব্ধ হয়ে বসে রইলাম অনেকক্ষণ। এ হতে পারে? আর কিছু বলতে, লিখতে, করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে চারিদিক অন্ধকার মন খারাপ মন খারাপ :-(

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

সারা শরীর কাঁপছিল। আমি নিশ্চিত হতে চাচ্ছিলাম, এটা সত্য কিনা। একই কায়দায়। একই সময়ে। পরিকল্পনা এক। বহুবার হুমকি দেয়া ফারাবিকে জিজ্ঞাসাবাদ করা হোক।

দুনিয়ার মুক্তমনা এক হও। হঁ্যা এই বলতে বাধ্য হলাম। কারণ আর কোনো পথ দেখি না।

স্বয়ম

অতিথি লেখক এর ছবি

শহীদ ব্লগার রাজীব হত্যাকারীদের এবং তাদের গডফাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি অধ্যাবধি নিশ্চিৎ হয়নি বলেই আজ অভিজিৎকে জীবন দিতে হ’ল।
আর একজন মানুষকেও যাতে অভিজিতের ভাগ্য বরণ করতে না হয় তা নিশ্চিৎ হোক আমাদের সকলের সম্মিলিত কলমাঘাতে।

- পামাআলে

অতিথি লেখক এর ছবি

সরকার তো ফারাবি দের ডরায় । তাই রাজিবদের নামে মামলা নির্যাতন সব হবে আর ফারাবিরা বুক ফুলিয়ে হাটবে ।

-----------------
রাধাকান্ত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।