জড়জীবন

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: মঙ্গল, ০১/০১/২০০৮ - ১০:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সম্ভবত মানুষের মনে ঋতুর বেশ ভালোই প্রভাব আছে।
আমার মাঝেও বোধ করি এখন শীত চলছে।
ঝরাপাতার শব্দে আতঙ্কিত
সূর্য টুপ করে ডুব দেয় সময়ের আগেই।
সময়?... এখানেও প্রায় শেষ,
কিছু আনুষ্ঠানিকতা ছাড়া।
তারপর আমিও কি ডুব দেব?
খাওয়া দাওয়া ঘুম...
কিংবা গণকযন্ত্রের দেয়ালে একঘেঁয়ে গুতোগুতির ধুম!
এরই মাঝে শব্দহীন ছুটে চলে ভাবনার ট্রেন,
কোন এক গন্তব্যের খোঁজে...অবিরাম।
এ জড়জীবন আগাছায় ভরে যায়
তবু ভাবি মন্দ কি?
এইতো দিন যাচ্ছে...বেশ যায়।

৩১.১২.২০০৭


মন্তব্য

ধূপছায়া এর ছবি

এরই মাঝে শব্দহীন ছুটে চলে ভাবনার ট্রেন....লাইনটি বেশ ভালো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।