ও আমার দেশের মাটি

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৮:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।

তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ঐ শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে,
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।

কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

Get this widget | Track details | eSnips Social DNA

কন্ঠঃ সাদী মাহমুদ


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।