খ্যাতিমান স্বপ্ন বহতা

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: বুধ, ১৮/০৭/২০০৭ - ৫:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি বিখ্যাত কেউ নও
আমিও রোদেজ্বলা পথে হেঁটে চলা অহেট মানুষ
তোমার শিয়রে সোনার কাঠি রূপার কাঠির চকচক নেই
কল্পনায় পঙ্ক্ষীরাজ
আমি দু'হাত দূরে দেখি শুকানো খসখসে ঘাস

তারপরেও স্রোত আসে ঢল নামে ঢলাঢলির
সময়কে বেঁধে-বুধে আজন্ম সত্ত্বায়

তারপর দিগন্ত মিলায়
ছোপ ছোপ ফ্যাকাসে রক্তের ভোর
একদিন সময়ই শুষে নেয় সব
উপচিতির টানে ভেসে যায় পুঁজ-পঁচা স-ব রক্ত


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তারপরেও স্রোত আসে

ভালো লাগছে।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

অছ্যুৎ বলাই এর ছবি

'ঢলাঢলি' শব্দটা সাধারণত বাজে/হালকা অর্থে ব্যবহার করে সবাই। এখানে দিলাম 'অকৃত্রিম সাবলীলতার' প্রতিশব্দ হিসেবে।

বলাই লেখক হলে তথাকথিত 'খারাপ' শব্দকে ভালো অর্থে ব্যবহারের একটা এক্সপেরিমেন্ট করতো। বলাই কখনোই লেখক হবে না। কিন্তু অস্পৃশ্য শব্দগুলো কুলীনতা পাবেই কোনো এক দিন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ফারুক হাসান এর ছবি

খুব ভালো লেগেছে। আর ঢলাঢলি একেবারে খাপেখাপ মিলে গেছে। আপনার শব্দচয়ন আর কাঠামো দুইটাই ভালো লেগেছে। তবে 'অহেট' শব্দটা ওইখানে আমার ভালো লাগেনি। আর শেষ চার লাইন মনে হয় দ্রুত শেষ করার তাগাদা থেকে লেখা। মূল রাস্তার পাশের ফুটপাতে উঠে গেছে।

-----------------------
এই বেশ ভাল আছি (যা লিখি নিতান্তই আমার মত)

অছ্যুৎ বলাই এর ছবি

খাসা মন্তব্য। হাসি
শেষ চার লাইনের আগে একটা লাঞ্চব্রেক ছিলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসান মোরশেদ এর ছবি

'অহেট' মানে কি? যে মাথা হেট করেনা?
বিকল্প বাংলা শব্দ কি এটার?

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

বেশ এক্সপেরিমেন্ট করছেন মনে হচ্ছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

??? এর ছবি

ভালো লাগল ঢলাঢলি। হাসি

তারেক এর ছবি

শুকানো খসখসে ঘাস! হাহাহা। এয় প্যারাটা আমার জটিল পছন্দ হইছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

হাসান ভাই, অহেট ওই অর্থেই, শুদ্ধ কিনা, নিশ্চিত না। বিকল্প হিসেবে 'অনমনীয়' অনেকটা কাছাকাছি শব্দ।

এক্সপেরিমেন্ট চালানোর জন্য যে শব্দ ভান্ডার লাগে, ওইটা আমার নাই। আমি ৩০০ (হাজার না) শব্দ পইড়া জিআরই দেওয়া পাবলিক; শব্দ মুখস্ত করার যন্ত্রণায় নাই। হাসি

সুমন ভাই ও তারেক, অসংখ্য ধন্যবাদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।