কবিতা-১৬

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ৭:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সমুন্নত শিলালিপি ডোবে আকাশমন্ডলে, দিগবিজয়ী রাজার
অভিযান কাহিনী গিলে খায় দিনাবসান, সূর্যাস্ত-দুঃখ;
একজন্ম দায়িত্বহীন জীবনধারায় কম্পমান মাটি চৌচির ফাটে
গুরুর দীর্ঘ শ্বাসে, এতো জল ধরে কোন মহাকাশ
অতদূর হাত ওঠে না আমার, আজন্মএকাকী অস্তিত্বধারায়
অবগাহন শেষে আমৃত্যু থাকবো নিঃসঙ্গ দাঁড়িয়ে, দূরগামী
দর্পিত দেশ;
এলোমেলো পৈতৃক ভিটের ঘূর্ণমায়া কাঁপায় আলোকময়ী
মাংসজ প্রতিমা
উষ্ণ পেলবতা ডোবে আকাশ মন্ডলে-
দিগবিজয়ী রাজার শিরস্ত্রাণ, প্রতিকণা কম্পমান ব্যপ্ত জলধারে,
সীমাহীন অঙ্গুরি এই একদিন নির্বাক ছোঁয়াবো মর্মমূলে
এটুকুই স্বেচ্ছাচারী সাহস মানুষের, পরাধীন জন্মে স্বেচ্ছামৃত্যু
এই অধিকার
ভরণপোষণে অপারগ চতুর্ধারে তার জন্মবধি জেগে আছে
দয়ার্দ্র উর্দ্ধলোকে ভিক্ষাপ্রার্থী কৃষিকাজ-

এতোবেশী দায়িত্বশীল তবু, হতে হবে আমাকে, বিস্ফারিত ও
সিক্ত সব
নির্ভরশীল মুখমন্ডল, মুখ তুলে চেয়ে আছে সর্ববিধ অন্নদাবী,
পাপিষ্ঠ লগ্নতায় কিষ্ট শরীরভার, সমর্পণযোগ্য মহাজীবহীন
ভিক্ষাবৃত্তি জন্মে জন্মে- পূর্বপুরুষের পাপমোচন-
বড়ো সংলগ্ন হয়ে আছি জন্ম ও জরায়
তোমার আসরে আর ফেরা হলো না গুরু।

১৯৮১


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।