কবিতা-১৭

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ৬:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শেষ রোদ্দুর, ক্রন্দনশীল মেঘে মেঘে একটু দাঁড়াও
আমারও সময় হলো যাবার-
কম্পমান মাটি ও সংসার;
মৌসুমী হাওয়া
সুপ্তিমগ্ন জলীয় প্রবাহ সাগ্রহে ভাসায় উৎসমূল
মেঘে মেঘে মুন্ডু রেখে আসি, ছিন্ন চলাফেরা-
ছায়াবৃত পার্থিব সীমারেখায় চুল ছড়িয়ে ...
শেষ রোদ্দুর, ক্রন্দনশীল মেঘে মেঘে একটু দাঁড়াও
আমারও সময় হলো যাবার-
কম্পমান মাটি ও সংসার;
মৌসুমী হাওয়া
সুপ্তিমগ্ন জলীয় প্রবাহ সাগ্রহে ভাসায় উৎসমূল
মেঘে মেঘে মুন্ডু রেখে আসি, ছিন্ন চলাফেরা-
ছায়াবৃত পার্থিব সীমারেখায় চুল ছড়িয়ে বসে আছে
আনন্দস্বরূপা
পায়ে তার মাথা রেখে বলি খেলা তো শেষ এবার চলি

শেষ রোদ্দুর, নারকোল পাতায় করাঙ্গুলি রেখে যাও প্রতিবার
সূর্যাস্তে সবাই ফিরে আসে কম্পমান মর্মর মাঠে
সটান পড়ে থাকে আকাশ; অপরিহার্য কোনোকিছু নয়
শুধুমাত্র সৌন্দর্য ধারণে ঝংকৃত অবয়র নাচে নীলাঞ্জন-বসুধায়
মেঘাবৃত বসন্তুদিনে নিজেকে স্থাপন করি ধারাজলে

নিম্নাংগ নিয়মমাফিক পঁচে, কোমলতায় যে শরীর ছোঁবো
সুস্থ স্বাভাবিক আমি জল্লাদজন্ম সার্থক করি ফুল্ল-স্বরূপে
এতো বৃষ্টি ঝরে মেঘে মেঘে পূর্ব পুরুষ ঋণ তবু ঘোচে না
ছিন্ন পাথরে
উর্দ্ধমুখী পিপাসা সমগ্র মর্ত্য ও মাটির
আমি শুধু দিতে পারি আমার শরীর একাকী পাখির পূর্ণিমা-
পিপাসায়
এর বেশী কেউ কখনো পারে না।
শেষ রোদ্দুর গোলাপী প্লাবনে একবার ভাসাও পাপিষ্ঠ শরীরভার
আমার সময় হলো যাবার।

১৯৮১


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।