অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৮:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

===================
গান: অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
===================

বিকেলের আনাগোনা একটি পথে হারায়
অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
চাপা স্বভাবে কমল নীরবে কী বলা যায়
জানাতে গেলে-ও না জানার দোলায়
ঝুলে থাকি ভ্রান্তি নিয়ে কেয়াবনে পথ হারানো
অন্য খোঁপায় তবে বিকেল না হয় মনমাড়ানো

একটি তারা ঘুমিয়ে পড়বে একা
একটি তারা তার চোখের পাহারা
একটি চাঁদ লুটিয়ে আসবে বাঁকা
একটি চাঁদ বিহারে জোছনাধারা

হাত চলকে টেবিলে কফি পড়ে গেল খানিক
ঠোঁট চলকে কয়েকটি চুম্বন
শুধু বিকেলটুকু তোমার তারে বাঁধা অনেক
খোঁপা ও বিকেল যেন তারগ্রহণ

১২/১/২০১০


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আশরাফ ভাই, গান ভাল্লাগছে। কিছু গান চাই আমাদের ব্যান্ডের জন্য। আপনি কিছু দিতে পারলে খুব ভালো হয়।

শোনার মত কিছু হবে কিনা জানিনা। তবে চেষ্টা করতে দোষ কি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আশরাফ মাহমুদ এর ছবি

আমাকে তুমি সম্বোধন করলে মানানসই হবে, মাহবুব ভাই।
আপনাদের ব্যান্ড আছে নাকি? বাহ্! বিস্তারিত জানতে ইচ্ছে করছে।
গান অনেক আছে। দেয়া কোন সমস্যা না, একটু আওয়াজ দিলেই হবে। আপনার গলা শুনেছি, অনেক সুন্দর। বাজান-ও চমৎকার। মঙ্গলে থাকুন।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার গলা সুন্দর? খাইছে! ইয়ে, মানে...

আওয়াজ দিলাম। ছাড়েন মিয়া গান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আশরাফ মাহমুদ এর ছবি

কার পাতায় যেন একটা কবিতা আবৃত্তি আর গান শুনেছিলাম! বিনয়ের অবতার নাকি?
দিলাম তো। আমি তো গান লিখি, গাইতে পারি না। ওটুকু আপনারাই করুন না হয়।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

রাহিন হায়দার এর ছবি

তার মানে এইটা কি নিতাসেন না? না নিলে আমি নিতাম। দেঁতো হাসি তবে আপনি যেহেতু আগে কইসেন প্রায়োরিটি অবশ্যই আপনার।

আশরাফ ভাই, গীতিকবিতা খুবই ভাল্লাগসে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

আশরাফ মাহমুদ এর ছবি

পুরো মন্তব্যটা কি আমার উদ্দেশ্যে করা?
মাহবুব ভাই এটা নিলেন কিনা সে ব্যাপারে আমি-ও শিওর না।
ধন্যবাদ জানবেন, রাহিন ভাই। হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

রাহিন হায়দার এর ছবি

হুম, মুর্শেদ ভাইকেই জিজ্ঞেস করেছিলাম। কিঞ্চিত বেয়াদবি করে ফেলেছি মনে হয় ইয়ে, মানে...
এই বেলা আমারেও 'তুমি' শুরু ক'রে দেন, আপনি এবং মুর্শেদ ভাই দু'জনেই।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

আশরাফ মাহমুদ এর ছবি

হে হে, সেটা মাহবুব ভাই জানে। চোখ টিপি
আমি কিন্তুক 'ছুডু পোলা'। আমাকে কেউ তুমি বললে আমি-ও বলি। দেঁতো হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

ফকির লালন এর ছবি

গান ভালো হয়েছে।

আশরাফ মাহমুদ এর ছবি

লালনকে শিশিরশুভেচ্ছা। হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তানবীরা এর ছবি

অসম্ভব মিষ্টি গানটা।

মুর্শেদ ভাই কিংবা রাহিন যেই নিক, গেয়ে যেনো সচলে পোষ্ট করে দেয়, শুনতে চাই আমরা সকলে।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ জানাই, তানবীরা।
হয়তো দেখা যাবে শেষে কেউ গাইল না! চোখ টিপি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

রাহিন হায়দার এর ছবি

এমন যদি হয় দুই জনই সুর করে/গেয়ে ফেলল? দেঁতো হাসি
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

আশরাফ মাহমুদ এর ছবি

তাহলে তো সোনায় সোহাগা। দু'জনের গুণটুকু দু'জনের নিজের মতো করে উজ্জ্বল হয়ে উঠবে।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তিথীডোর এর ছবি

সুমিষ্ট গীতিকবিতাখানা শিগগিরী সুরারোপিত আকারে শুনিতে মন্চায়!!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আশরাফ মাহমুদ এর ছবি

এবিষয়ে আমি অপারগতা প্রকাশ করিতেছি। তোমার মর্জি হইলে নিজেই একখানা সুর আরোপ করিতে দ্বিধা করি-ও না। আমিন।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অনিকেত এর ছবি

বেশ ভাল লাগল বস

শুভেচ্ছা রইল

আশরাফ মাহমুদ এর ছবি

কৃতজ্ঞতা জানাই, অনিকেতদা'।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আলমগীর এর ছবি

আমাদের দেশে একটা গানের কথা মনে হয় আগে লেখা হয়, পরে সুরারোপ করা হয়। এতে একজন গীতিকার গানটার মধ্যে কী বলতে চাইলেন তা সুরকারের মধ্যে কীভাবে সঞ্চারিত করেন? এ প্রশ্নটা প্রফেশনাল কাউকে করার সুযোগ হয়নি। শ্রেফ গানের কথা পড়ে কেউ কি গানের বক্তব্য ধরতে পারে? যেমন আপনার এ লেখাটার কথাই ধরুন। একটা গানের সার্থক সুরের জন্য গানের নিহিত ভাবটা কি বোঝা দরকারী নয়? একজন সুর করলে সেটা কী প্রসেসে হবে, তা জানার খুব আগ্রহ।

আশরাফ মাহমুদ এর ছবি

ঠিক বিষয়ে আলোকপাত করেছেন। এই বিষয়ে আমি-ও ভেবেছি।
তবে যেকোন গান লেখার সময় আমি নিজে নিজে গেয়ে নিই (সুর দেয়া-ও বলতে পারেন), আর কীভাবে সংগীতায়োজন করা হবে সেরকম একটা খসড়া ভেবে রাখি। যেহেতু আমি গাইতে পারি না কিংবা প্রয়োজনীয় উপকরণ নেই ফলে নিজেই কিছু করতে পারছি না।
তবে কেউ গান নিয়ে কাজ করলে সমস্যা নেই। বরং এটাতে ভিন্ন দৃষ্টি প্রকাশ পায়, হয়ত আমার করা সুরের চেয়ে-ও ভালো কাজ হতে পারে। একটা কবিতা পড়লে যেমন আমাদের সবার উপলব্ধি এক না-ও হতে পারে তেমনি গানের ক্ষেত্রে-ও তা হতে পারে। হয়তো বিষাদের গানে একটা ভালবাসার ভাব ফুটিয়ে তুলতে পারে সুরকার। তবে মনে করি গীতিকার, সুরকার ও সংগীতায়োজক সবাই মিলে একসাথে কাজ করতে পারলে কাজটা ভালো হয়।
বর্তমানে সে সুযোগ নেই।
আলমগীর ভাই, ধন্যবাদ দিয়ে ছোট করছি না। কৃতজ্ঞতা জানাই।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

rezowan এর ছবি

সুন্দর গীতি কবিতা

আশরাফ মাহমুদ এর ছবি

শুভেচ্ছা জানুন।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

najmul [অতিথি] এর ছবি

ভালো হইছে আশরাফ ভাই।

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ। হাসি

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

গানটা শুনলাম...তাই ভাললাগাটা প্রকাশ করতে এলাম। গান আকারে শুনে আরো বেশি ভাল লাগলো।

আশরাফ মাহমুদ এর ছবি

তৌফিক, এরকম উৎসাহ আসলেই নতুন কিছুতে প্রেরণা যোগায়।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

শাফক্বাত এর ছবি

মাত্র গানটা শুনে এলাম। আপনারা ভাই কী বলবো, গড-গিফটেড সব গুণাগুণ হাল্কাভাবে শেয়ার করতেসেন। আমি আপনার জায়গায় হলে এতদিনে কত্ত শো-অফ করতাম!!
কঠিন হয়েছে সুর কথা দুটোই।

আশরাফ মাহমুদ এর ছবি

বুবু, একটু বাড়িয়ে বলেছেন। তবে শুনে-ও আপ্লুত হলাম।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তানিম এহসান এর ছবি

গানটা কোথায় শোনা যাবে? কোন লিংক আছে কি? কেন যেন খুব শুনতে ইচ্ছে হচ্ছে এখন ..

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।