শেরালী-পনের (ত্রিশ লাখ শহীদের তালিকায় যেসকল শহীদদের নাম নেই)

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: সোম, ১৬/০৬/২০০৮ - ৭:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক আশার বহু বেদনার কাঙ্খিত স্বপ্নের ভোরে,
শত্রুর সুখে রোপিত বীজের পুষ্পেরা আজ ফোটে।
এ মাটির বুকে যায়নি গাঁথা পরাধীনতার মন্ত্র,
রেখে গেল তায় তপ্ত ধরায় অমানবিকতার চিহ্ন।
মৃত্যু কোটর হয়তো গ্রেনেট অথবা একটি মাইন,
নিস্পাপ শিশু দেয় ফাঁদে তার সবুজ চপল প্রাণ।
খুনী ধর্ষক শত্রুর মুখে আনে তৃপ্তির বান।
তিরিশ লাখের রক্তে এদের তৃষ্ণা দূর্ণিবার,
রক্ত ঝরুক রক্তে লেখা স্বাধীনতার দাম।

যুদ্বোত্তর সংকটের সমাধান এত কঠিন! তা এখনো কেউ বুঝতে পারেনি। তাই যদুর চায়ের দোকানে পান প্রার্থীদের আড্ডায় দুঃশ্চিন্তার লেশ মাত্র নাই। ওহেদ আলী বয়াতীর দোতারায় যখন মুক্তি বাহিনীর বীর গাঁথা মূর্ত হয়ে উঠে, তখন শ্রোতারা হাত তালি আর হাত খরচ দুটোই অকাতরে দান করে।

ভজনের ফেরার অপেক্ষায় অতিষ্ঠ নমিতার সময়গুলো, স্বপ্নের স্বাধীন সোনার বাংলাদেশ গড়তে, আগামী দিনের সৈনিকদের অক্ষর-জ্ঞান দানে ব্যায় করছে। ভজন ফিরে এলে নিশ্চই খুব মুগ্ধ হবে।
পাড়ার যুবকেরা বাঁশ যোগাড় করে ছনের চালার নীচে গ্রামের প্রথম পাঠশালার ভিত্তি প্রস্তর স্থাপন করে। তার ছায়ায়, নমিতাদির মায়ায়, শেরালীর বর্ণমালা শেখার প্রয়াস চলে। এক একটা বর্ণমালা শিশুদের সামনে নতুন দিগন্তের দ্বার উম্মোচন করে দিতে লাগল!
মধুর স্বাদ ও রংয়ের মরুভূমির বালুর মত ছাতু হাতের তালুতে নিয়ে চাটতে চাটতে বাড়ী ফেরার সময় শেরালীর মনে হয়; মায়ের কাছে যদি নমিতাদীর ছাতুর বস্তাটা থাকতো!
আকাশে মেঘের পাল, নদীতে জোয়ারের জল, বেন্না আর হিজলের থোকা থোকা ফুলের ডালি হয়তো একটি সুন্দর নবান্নের সূচনা সংগীত। মেঘের গুরু গুরু গর্জন, বাজায় তারই ঢাক।
এই বৈশাখে অনেকের ছনের চাল, মাথা গোজার আশ্রয় হয়ে থাকবে কিনা, সে ভাবনার আতঙ্ক দোলায় প্রকৃতির সুন্দরের দান আর অকুন্ঠ চিত্তে পান করা হয়ে উঠে না।
বৈঁচি, বেতুমের লোভে পাল বাড়ীর পরিত্যাক্ত জঙ্গলে একদল ছেলেমেয়ে অভিযানে বেড়িয়েছে। অভিযাত্রী দলের কারো কঁচি পা একটা কঠিন কিছুর দলায় হোঁচট খেলো। দলের বাকীরা তা আবিষ্কারের নেশায় খুঁজে পেল একটা শক্ত বল। ব্যাস খেলা শুরু হয়ে গেল। এদিক ওদিক ছুঁড়ে ফেলে আবার কুঁড়িয়ে পাওয়ার আনন্দ! কিন্তু বলটা কিসের তৈরী? সে প্রশ্নের উত্তর বড় কঠিন, বড় নির্মম। ছোট মাথায় এতকিছু ঢুকে না। বল নিয়ে সবাই বাড়ী এল। পুরুষরা বৈশাখের আর্শিবাদী বর্ষনের আগেই আমনের আগাছা নিড়ানীতে, ক্ষেতে। কৃষানীরা বর্ষায় ঘরে বসে রান্নার চুলো আর খড়ি সাজিয়ে রাখছে। উঠোনে অদ্ভূত বল নিয়ে, ছোটদের খেলায় মনোযোগ দেয়ার সময় কারো হাতে নেই। আঙ্গিনায় শিমের শুকনো লতা পোড়ানো হচ্ছে, হুকোর তামাক সাজায় তার ছাই দিয়ে বাতাসার মত টিক্কা হবে। তাতে একটু আগুনেই আরাম করে তামাক টানা যাবে। কে যেন বলটা সেদিকে গড়িয়ে দিল! তামাসা দেখার জন্য সবাই সেখানে জড়ো হল।
বিকট শব্দে গ্রামটা কেঁপে উঠল। যুদ্ধের বিভীষিকা এখনো শেষ হল না! সবাই এবার অকুস্থলের দিকে ছুটল। বিরাট একটা গর্ত ঋতুস্রাবের রক্তে ক্ষানিকটা পূর্ণ। জরায়ূতে এই কিছুদিন আগে এমন রক্তেই এ শিশুরা বসবাস করতো। এখন সে রক্তেই আবার মিশে গেল। যাদের জীবিতাবস্থায় পাওয়া গেল, তাদের নৌকা বোঝাই করে বোয়ালমারী বাজারের দাতব্য চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হল। এদিকে রক্তে নৌকা প্রায় ডুবুডুবু। কে একজন নৌকাডুবী রহিত করতে সেওতি দিয়ে সে রক্ত গোমতীর ঘোলাজলে সেঁচে দিচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় এদের রক্ত যোগ হবে?
অতিরিক্ত রক্তক্ষরণে দাতব্য চিকিৎসালয়ে পৌঁছার আগেই অনেকের কঁচিপ্রাণ অসীমের সন্ধানে উড়াল দিয়েছে।
গোমতীর তীরে শোল মাছের সোনালী পোনার মত কঁচি দেহগুলো সারি বেঁধে বিছিয়ে রাখা হয়েছে। বৃন্ত থেকে ছেঁড়া, জল দিয়ে ফুলদানীতে সাজিয়ে রাখা গোলাপের মত, এখনো এদের দেহ থেকে প্রাণের খুশবো ছড়াচ্ছে।

(পর্বটির দৈর্ঘ বা প্রোয়জনীয়তা নিয়ে বির্তক থাকতে পারে, কিন্তু সব ঝুকি মাথায় নিয়ে আমাকে লিখতে হল, আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায়) ক্রমশ...


মন্তব্য

স্পর্শ এর ছবি

মন খারাপ
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

কর্ণজয় এর ছবি

আমি পনেরো দিয়েই শুরু করলাম।.. পড়তে গিয়ে টের পেলাম মনে মনে উচ্চারন করে পড়ছি। বেশতো লাগছে .. পরের কথা এখনও জানি না

পুতুল এর ছবি

ঘরের চাবি...
পড়ার জন্য ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শাহীন হাসান এর ছবি

অনেক আশার বহু বেদনার কাঙ্খিত স্বপ্নের ভোরে,
শত্রুর সুখে রোপিত বীজের পুষ্পেরা আজ ফোটে।
এ মাটির বুকে যায়নি গাঁথা পরাধীনতার মন্ত্র,
ভাল-লাগলো, পুতুল।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পুতুল এর ছবি

ধন্যবাদ গুরু।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্পর্শ এর ছবি

প্রতিক্রিয়ার জানানোর ভাষা হারিয়ে ফেলেছিলাম। লেখা বরাবরের মতই ভাল।
আর আগের ছবিটা বুকের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি করেছিল। এরকম লেখা হাজারে হাজারে লেখা উচিৎ। আর প্রতিটা বাঙ্গালী শিশুকে তার বুদ্ধি বিকাশের শুরুর দিকেই পড়ানো উচিৎ। 'বেহেস্ত-দোজখ' চেনার আগেই যেন তারা নিজেদের চিনে। একমাত্র এভাবেই স্বাধীনতা বিরোধীদের নপুংসক বানানো সম্ভব।

যেগুলো বিগড়ে গেছে সেগুলো ত গেছেই।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

পুতুল এর ছবি

ঠিক বলেছেন। এমনিতেই আমাদের স্বাধীনতা নিয়ে খুব কম লেখা- লেখি হয়েছে। তার উপর স্বাধীনতার ইতিহাস বিকৃতির শকুনেরা সক্রিয় ছিল, আছে অনেক বছর ধরে। এক স্বাধীনতার ঘোটক/ঘোষক-কে প্রতিষ্ঠিত করতেই তাবৎ নস্যি উজার। এমন দিন ছিল যখন ৭ই মার্চের ভাষণ শোনলে পুলিশ আসতো।
ঘুরে-ফিরে শেরালী সে কথাও বলবে।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতন্দ্র প্রহরী এর ছবি

উপন্যাস জন্যে কেন যেন সাহস করে পড়া শুরু করিনি। তবে পড়ার খুব ইচ্ছা ছিল, আছে, সত্যি করেই বলছি। তাই একটা অনুরোধ, পুরোটা শেষ হলে পিডিএফ করে লিংকটা প্লিজ দিয়েন যাতে একেবারে পড়তে পারি। হাসি

পুতুল এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ। আগে লিখে শেষ করি। তারপর কোন না কোন ভাবে পুরোটা একসাথে দেব।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

খুব ভালো হয়েছে। উপন্যাসের পর্ব ভাগ নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্কে না জড়ালেও উপন্যাস হয়। আবার এক লাইনেও যেমন একটি পর্ব ভাগ হতে পারে তেমনি এক লাইনেও একটি উপন্যাস হতে পারে। সূত্রর কথা ভুলে গেছি। ছাত্রাবস্থায় একবার পড়েছিলাম। (খুব সম্ভবত ভারতীয় কোনো লেখকের বই।)

আমি খুব সকাল সকাল বিছানা-মালপত্র বাঁধা-ছাদা করে ঘর থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছুলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি একটি কুকুর দাঁড়িয়ে আছে। (সম্পূর্ন উপন্যাসের উদাহরণ দিতে এমনটি বলা হয়েছে।)

as it is হলো না। কিন্তু ব্যাপারটা এমনই।

শরৎ চন্দ্রের শ্রীকান্ত কোনো উপন্যাসের ছাঁচে না পড়লেও তাকে জোর করে ছাঁচে ফেলে উপন্যাস বানানো হয়েছে বলে অনেকে মনে করেন।

সুতরাং নির্ভয়ে লিখতে থাকেন। যেমন খুশি পর্ব ভাগ করতে থাকেন। পাঠক সিদ্ধান্ত নেবে আপনি কতটা সফল।
ধন্যবাদ পুতুল।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পুতুল এর ছবি

জুলিয়ান সিদ্দিকী, ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নুশেরা তাজরীন এর ছবি

বিষয়-মাহাত্মে এবং লেখার গুণে পর্বটি দৈর্ঘ্য বা প্রয়োজনীয়তার বিতর্কের ঊর্ধ্বে।

পুতুল এর ছবি

নুশেরা তাজরীন, ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মুশফিকা মুমু এর ছবি

ইসসস মন খারাপ খুব ভাল লিখেছেন
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পুতুল এর ছবি

আপনি পড়েছেন, খুব ভাল লাগছে।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

কীর্তিনাশা এর ছবি

আমি তো আগে থেকেই মুগ্ধ পাঠক। আপনার লেখা নিয়ে বলার স্পর্ধা নেই।
এ পর্বটা পড়ে মন খারাপ হয়ে গেল খুব।

-----------------------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পুতুল এর ছবি

কীর্তিনাশা, মন ভাল করার পর্ব লিখছি।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ব্যস্ততায় মাঝখানের কয় পর্ব বাদ পরে গেছে... সময় করে সেগুলো পড়ে নিতে হবে... এইটাও তাই বাকি থাকলো... কিন্তু আকর্ষনটা রইলো পুরো মাত্রায়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পুতুল এর ছবি

নজরুল ইসলাম, আকর্ষনের জন্য ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।