সকলের কাছে একটি মানবিক আবেদন

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শনি, ২৬/০১/২০০৮ - ৫:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুপ্রিয় সচলবৃন্দ, আশা করি এতদিনে আপনারা সকলেই জয়ের ব্যাপারে জেনে গিয়েছেন।

বাধন রায় জয়। বুয়েটের তড়িৎ এবং ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অত্যন্ত মেধাবী একজন ছাত্র, যে নিশ্চিত পংগুত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তার চিকিৎসার জন্য দরকার ১০ লাখ টাকা দরকার। এর মধ্যে অর্ধেকের কাছাকাছি টাকা যোগাড় হয়েছে। বাকি অর্ধেক টাকা দরকার আমাদের আগামী ৭ দিনের মধ্যেই। না হলে আমরা আমাদের শান্ত এবং অসম্ভব মেধাবী ভাইটিকে আর হাটতে দেখবো না।

আমি সচলয়াতনের সকলের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করছি। বিশেষত প্রবাসী যারা আছেন, তারা যদি নিজেদের পাশাপাশি আপনার এলাকার বাঙালীদের কাছ থেকে কিছু সাহায্য তুলে আমাদের পাঠান, আমাদের অনেক উপকার হয়।

আশা করছি, সচলের সব সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের এই ভাইয়ের চিকিৎসার জন্য আমাদের পাশে এসে দাড়াঁবেন।

টাকা পাঠানোর জন্য বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলঃ

অ্যাকাউন্টঃ "Director, Directorate of Students Welfare", Sonali Bank, BUET Branch

Account No. 34223635

Swift code: BSONBDDHLOD

ওয়েস্টার্ন ইউনিয়ন এর তথ্যঃ

A.B.M. Harun-ur Rashid

email:

Address : Bangladesh University of Engineering & Technology
Dhaka-1000
Bangladesh

আপনারা যে কেউ এই নামে টাকা পাঠিয়ে, গোপন পিন কোডটি এই ইমেইল ঠিকানাতে মেইল করে দিবেন।

প্রসংগত উল্লেখ্য, ড. এ.বি.এম. হারুন-উর রশিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ এবং ইলেক্ট্রনিক কৌশল বিভাগের একজন অধ্যাপক, এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র কল্যান পরিচালক। জয়ের সাহায্যকল্পে বিশ্ববিদ্যালয় কতৃক গঠিত কমিটিরও একজন সদস্য তিনি।

সঙ্গে প্রদত্ত ইমেইল ঠিকানাটিও সুরক্ষিত একটি ঠিকানা।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

জয়ের দ্রুত আরোগ্য কামনা করছি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।