রাজাকার

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ৩১/১০/২০০৭ - ৩:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইউটিউব থেকে অনেক চমৎকার ৭১ সংক্রান্ত ভিডিও লিঙ্ক দেন অনেকেই। আমার কাছেও এমন একটা লিঙ্ক আছে, জানি না কেউ আগে দেখেছেন কিনা। দেখে থাকলে তো ভাল, না দেখে থাকলে আরো ভাল। এই ভিডিওটা সেই অর্থে হয়ত দলিল না, কিন্তু এর উপস্থাপনা এবং বর্ণনা ভঙ্গি আমার কাছে দারুন লেগেছে। সত্যি বলতে কি, শেষ এর দিকের কথাগুলো শুনে চোখে জল এসে গিয়েছিল প্রায়। যাই হোক আর কথা না বাড়িয়ে ভিডিও টা দেই...


মন্তব্য

ভাগশেষ এর ছবি

সবজান্তা,

ভিডিওটা দেখলাম। কোথায় পেলেন এটা? কারা বানাইছে?

রাজাকারদের সম্পর্কে নতুন করে কী আর বলবো, যেইসব নৃশংসতার কথা শুনলেও আতঙ্কে আমরা শিহরিত হই, সেইসব অমানুষিক কাজ তারা করেছে। সুস্থ মানুষ হইলে তারা এরকম করতে পারতো না, ধরে সবগুলাকে অনেক আগেই পাগলাগারদে পাঠানো উচিত ছিলো, কারণ শাস্তি দিলে সাইকোরা ভালো হয়না মনেহয়। অথবা বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পারতেন, তাদের জিনে কোনোরকম মিউটেশন ঘটেছে নাকি, নইলে মানুষ হয়ে কেমনে এরকম অমানবিক হয় কেউ? দুই একটা জ্যান্ত স্যাম্পল চিড়িয়াখানাতে রাখা যেতো, আর দুই একটা মামিফাইড স্যাম্পল যাদুঘরে।

ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছি। আপনার মতো অভিভুত হইনি বটে, তবে একদম শেষে পৌঁছে ওই দাড়িওয়ালা জঘন্য লোকটার গালে একটা চড় কষিয়ে দেবার একটা দুর্দম ইচ্ছা জেগে উঠেছিলো।

মুক্তিযুদ্ধের কথা যখন আমাদের প্রজন্মের অনেকেই ভুলে গেছে, এবং অনেকের কাছে এটা যখন একটা গোপন ব্যথার জায়গা হয়ে গেছে, তখন আপনার মতো অপরিসীম ধৈর্যশীল কিছু মানুষকে দেখে মনে ভরসা পাই। পরিতাপের বিষয়, আপনাদের মতো সচলদেরকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হয়। স্বাধীন বাংলাদেশের জন্য এর চাইতে দুর্ভাগ্যের ব্যপার মনে হয় আর কিছু হয়না।

সবজান্তা এর ছবি

সত্যি করে বলতে কি , ভিডিও এর কনটেন্টের জন্য আমি মনে হয় না, অতটা আবেগ-আপ্লুত হয়েছিলাম। শেষ এর কথার অংশটুকু অর্থাৎ, ওই কথা গুলো, "দেশ যদি হয় মা ......" এবং তার সাথের করুণাঘন যন্ত্রসঙ্গীতেই আমি আসলে মুগ্ধ হয়েছিলাম !

ধন্যবাদ ভাগশেষ আপনাকে, আর ধৈর্য হারাবেন না , দুঃস্বপ্নের রাত যত দীর্ঘই হোক, কখনো না কখনো শেষ হয়। হাসি
------------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

অলৌকিক হাসান, কেন জানি না আবহ সঙ্গীত টা আমার খুব ভালো লেগেছে !

যত্নের অভাব , কথাটা আমারো মনে হয়েছে। তবে ইমোশনাল আপিলটা ব্যাতিক্রমধর্মী মনে হয়েছে আমার কাছে।
-----------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।