বিদায় নিচ্ছে ২০১৩

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: বুধ, ০১/০১/২০১৪ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২০১৩ আমায় দিয়েছে অনেক কিছু। সবচেয়ে বেশী কি পেয়েছি? একটা হারিয়ে যাওয়া বিশ্বাস। শাহবাগে লড়ে যাওয়া মানুষেরা ফিরিয়ে আনে সেই বিশ্বাসকে - লড়াকু মানুষ পারে বিশ্বাসঘাতকদের পরাজিত করতে।

বাংলাদেশ আমার জন্মভূমি নয়, আমার স্বপ্নের দেশ, আমার রূপকথার দেশ। আমার জনক-জননীরা সেখান থেকে উৎখাত হয়েছিলেন। কিন্তু কখনো বিশ্বাস হারাননি তাঁদের শিকড়-এ। তাঁদের বিশ্বাসকে একাত্তরে জয়যুক্ত করেছিল বাংলাদেশের বীর সন্তানেরা। সেই ক্রান্তিলগ্নে যারা বাংলাদেশ-এর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আমার কাছে সেই অমানুষদের কোন ক্ষমা নেই।

*** *** ***

শাহবাগ ২০১৩

বেশী কিছু তো চাইনি! 
ভালবাসব বাংলাদেশ।

ভালবাসব তোমায়, 
ভালবাসব তোমার প্রিয় মানুষদের
আমার প্রিয় মানুষদের
আমাদের প্রিয় আকাশ, বাতাস
সাড়ে তিন হাত জমিন
কিংবা
জলে ভেসে যাওয়া
এক মুঠো ছাই!  

সবুজ হৃদয় জমিনে 
মুক্তিযুদ্ধের শোণিত-রাঙা সূর্য।
নয়া প্রজন্মে কলরোল তোলে নুতন জোয়ার!

শুধু জেনে নিতে চাই 
যুদ্ধাপরাধী বিশ্বাসঘাতকরা পাবে
চরম দন্ডের বকেয়া পাওনা! 

দৃপ্ত স্পর্ধায় আমরা হেঁটে যাব
এক দিগন্ত থেকে আরেক দিগন্তে! 
ভালবাসার গান গাইতে গাইতে
আমাদের ভালবাসার ভাষায়,
যে ভাষায় আদর করেছে, চুমা দিয়েছে
জননী, শপথ নিয়েছে বাপ-দাদারা!

একুশের শপথ
একাত্তরের শপথ
তেরর শপথ
আর আপস নেই।

প্রিয় আমার, আর পিছু হটা নেই!

*** *** ***

আর লিখতে পারছি না, অক্ষর ঝাপসা হয়ে যাচ্ছে, বিদায় ২০১৩!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বাংলাদেশ মুক্তহোক পাপিস্থানি রক্তবাহী দাতঁল শুওয়র আর সব ধরনের প্রতিক্রিয়াশীলতা থেকে। গড়ে উঠুক প্রগতিশীল আর বিজ্ঞানমুখী নতুন একটি প্রজন্ম। নতুন বছরের এটিই সবচেয়ে বড় চাওয়া। সবার ভালোহোক, সব বাঙালির চেতনায় আবার ফিরে আসুক মুক্তিযুদ্ধ। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। হাসি

মাসুদ সজীব

এক লহমা এর ছবি

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, মাসুদভাই।
স্বপ্ন দেখি, বাংলাদেশ-এর সেই প্রগতিশীল আর বিজ্ঞানমুখী নতুন প্রজন্ম আলো দেখাবে সারা বিশ্বকে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

ডুপ্লি, ঘ্যাচাং।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

গান্ধর্বী এর ছবি

আর নয় পিছু হটা।
নতুন বছর হোক চেতনায় উদ্ভাসিত।

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- নতুন বছরের শুভেচ্ছা আপনাকে!
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হোক নতুন বছর।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শুভ নববর্ষ হাসি

আমার জনক-জননীরা সেখান থেকে উৎখাত হয়েছিলেন। কিন্তু কখনো বিশ্বাস হারাননি তাঁদের শিকড়-এ।

মন খারাপ কখনও নিশ্চয় বিস্তারিত লিখবেন, আশায় রইলাম...
এই স্মৃতিগুলো সুখকর নয় নিশ্চয়... কিন্তু সবার জানা প্রয়োজন...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
শুভ নববর্ষ সাক্ষী-ভাই। হাসি
"...
এই স্মৃতিগুলো সুখকর নয় নিশ্চয়... "
একেবারেই না। একসময় এগুলো নিয়ে কথা হত। কিন্তু দু:খের স্মৃতি, কেই বা "হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!" ধীরে ধীরে তাই সব ঝাপসা হয়ে এসেছে। এখন নানা জনের নানা অভিজ্ঞতা মিলে মিশে একটা সমুদ্রের মত হয়ে আছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সমুদ্র মন্থন না করলে অমৃত উঠবে কিভাবে লহমা'দা?
ইতিহাসের তাগিদেই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে হবে, বোধ করি।
নইলে যে "মিডিয়ার সৃষ্টি" দিয়ে ঢেকে যাবে সমগ্র বিশ্ব চরাচর।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

আমরা সবাই যেন শেকড়ে বিশ্বাস রাখতে পারি সেজন্যেই তো কষ্ট জাগানিয়া হলেও স্মৃতিগুলো লেখা উচিৎ।

____________________________

আনু-আল হক এর ছবি

চলুক

বাংলাদেশ আমার জন্মভূমি নয়, আমার স্বপ্নের দেশ, আমার রূপকথার দেশ।

মর্ম মূল ছুঁয়ে যায় এমনতর প্রকাশ। অথচ এ-দেশটাতে জন্ম-নেয়া কত বেজন্মার উৎপাত দেখি চারপাশে।

সাক্ষীদার সঙ্গে আমিও কো’ট করি

আমার জনক-জননীরা সেখান থেকে উৎখাত হয়েছিলেন। কিন্তু কখনো বিশ্বাস হারাননি তাঁদের শিকড়-এ।

এবং একইসঙ্গে এই সম্পর্কে লিখবেন এই আবদার রেখে গেলাম।

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
প্রিয় আনু-আল হক, প্রথমেই বলি হাচলাভিনন্দন! আপনার লেখা আমার ভাল লাগে। আপনার সাম্প্রতিকতম লেখাদুটিও পড়েছি এবং খুবই ভাল লেগেছে। আপনার কাছ থেকে অনেক লেখা পড়বার আশা রাখি।
আপনার আবদার আমার কাছে অমূল্য প্রাপ্তি। সাধ্যমত লেখার অবশ্যই ইচ্ছা রাখি।
এবারে জানাই শুভ নববর্ষ হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রৌঢ় ভাবনা এর ছবি

বিদায় ২০১৩। স্বাগতম ২০১৪, সবার জন্য শুভ হোক আগামী সময়।
আন্তরিক ধন্যবাদ, এদেশকে এখনও এমন করে ভালবাসার জন্য।
অনেক-অনেকের মতো আমারও অনুরোধ, সেই দিনগুলোর কথা লিখুন।
লেখাটার জন্য আবারও ধন্যবাদ।

এক লহমা এর ছবি

অনেক ধন্যবাদ ভাবনা-দাদা। সেই দিনগুলোর কথা যিনি খুব ভালভাবে বলতে পারতেন, আমার বাবা, তিনি ত বিদায় নিয়ে নিয়েছেন অনেকদিন। আমি বেশীটাই জেনেছিলাম তাঁর স্মৃতিচারন থেকে। এখন সেগুলি আমার স্মৃতিতে, প্রায় হারিয়েই গেছে, একটা নির্যাস শুধু অনুভব করি। সেই নির্যাসটাই তুলে আনবার ইচ্ছে রাখি।
২০১৪-র আগমন শুভ হোক। আপনাকে এবং আপনার সকল প্রিয়জনকে অনেক শুভেচ্ছা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দীনহিন এর ছবি

বাংলাদেশ আমার জন্মভূমি নয়, আমার স্বপ্নের দেশ, আমার রূপকথার দেশ। আমার জনক-জননীরা সেখান থেকে উৎখাত হয়েছিলেন। কিন্তু কখনো বিশ্বাস হারাননি তাঁদের শিকড়-এ।

এই বিষয়ে একটি পোস্ট দিতে পারেন কিন্তু লহমা। ব্যাক্তিগত হলেও নতুন প্রজন্মের জন্য আপনার পরিবারের ত্যাগের কাহিনি লিপিবদ্ধ করে যেতে পারেন।

বেশী কিছু তো চাইনি!
ভালবাসব বাংলাদেশ।

চলুক

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

এক লহমা এর ছবি

দিতে পারলে আমার-ও ভাল লাগবে।
অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

আপনার এই লেখা নিয়ে আর কিছু বলার নেই। কিন্তু অন্য লেখা নিয়ে আছে - আপনার ঈশপের গল্প পাচ্ছি না অনেক দিন ধরে। পরের পর্ব পাবো কবে? ইয়ে, বেশী তাড়া দিয়ে ফেললে দু:খিত, কিন্তু আরেকজন আছে যে প্রতিদিন আমাকে তাড়া দিচ্ছে - সেটাই একটু চালান করলাম!! আপনার এই খুদে ভক্ত কিন্তু আপনার বইয়ের জন্য একটা প্রচ্ছদ আঁকছে। নববর্ষে আপনাকে পাঠানোর ইচ্ছে ছিল, কিন্তু এখনো আঁকা শেষ হয়নি বলে দেয়া গেলো না। এমন কিছু উচ্চ শ্রেণির অঙ্কন অবশ্য না, জাস্ট কিছু আঁকিবুকি বলা যায় এখন পর্যন্ত, শেষমেষ কী দাঁড়াবে জানি না।

ভালো থাকবেন।

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

খুদে ভক্তের আঁকিবুঁকি আপ্লোডায়েন পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

আচ্ছা, ওর নাম কি হিজিবিজবিজ? তকাই? বিস্কুট? রামতাড়ু? নাকি আলু-নারকোল? দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

আঁকিবুকি আপ্লোডানোর দাবীর সাথে সহমত।
আর, দিন কে দিন আপ্নার উল্লাসের যা বাড়বাড়ন্ত দেখতে পাচ্ছি, সাক্ষী বলে কদিন যে আর ছাড় পাবেন কে জানে! দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

উল্লাসের যা বাড়বাড়ন্ত?? বুঝি নাই !!! ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

দুচ্ছাই! আম্রিকান ঠাট্টার মত যখন বলে দিতে লাগে ঠাট্টা কর্ছিলাম নিজের মাথা তখন নিজেরই ঠুকে দিতে ইচ্ছে করে। তাই দিনু তবে এইক্ষণে। ওঁয়া ওঁয়া

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হা হা হা - সুকুমার রায় অনেকের নামই বলে গেছেন, মায় শ্বশুরের নাম পর্যন্ত, কিন্তু ছেলের নাম বলে যান নি - তাই আমিও উহ্য রাখি! চোখ টিপি

তবে এখানে দেখতে পারেন।

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আরে তাইতো...
একেবারে জটায়ু স্টাইলে ভুলে গেসলুম...
(জিভ-টিভ কেটে বিষম খাওয়ার ইমো হবে) লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

সে ত বটেই, অনেক দেরী হয়ে গেছে। আর একটুক্ষণের মধ্যেই এ বছরের প্রথম পর্ব জমা দিয়ে দিচ্ছি।

আমার ভাইপো-র সেই আঁকিবুকি আমার বিরাট প্রাপ্তি হয়ে থাকবে। তাড়া নেই কোন। কিন্তু, উন্মুখ অপেক্ষায় রইলাম।

নববর্ষের অফুরান শুভেচ্ছা, আপনাকে, আমার খুদে পড়ুয়াটিকে, আপনার সমস্ত প্রিয়জনকে। ভালো থাকবেন।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মোহছেনা ঝর্ণা এর ছবি

২০১৩ আমায় দিয়েছে অনেক কিছু। সবচেয়ে বেশী কি পেয়েছি? একটা হারিয়ে যাওয়া বিশ্বাস।

ঠিক বলেছেন।
শাহবাগের আন্দোলন রক্তে যেন অন্যরকম কাঁপন তুলেছিল।

এক লহমা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
এখনো তোলে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।