নিগূঢ়

এরশাদ আলমগীর এর ছবি
লিখেছেন এরশাদ আলমগীর (তারিখ: বিষ্যুদ, ১৩/০৯/২০০৭ - ১২:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবিতার পংক্তি যেন ঝাপসা প্রতিটি সকাল--

উদ্দেশ্যহীন কর্মব্যস্ততা উপায়ের খোঁজে;

সরে সরে যায় কুয়াশার পর্দার আড়ালে

কিছু নিগূঢ় চিহ্ন---বোধ এর অনুভূতি

শুধু খসড়া গল্প হয়ে

আনকোরা অভিজ্ঞতায় চাপা পড়ে যায়

অস্থির রেলের পাটাতনে কোন লাজুক প্রেমিক যেন

হারিয়ে ফেলেছে না-বলা কতক অর্থহীন শব্দাবলী খুব

আপন চোখের জিজ্ঞাসু চাহনী পিছে ফেলে।

-(এরশাদ আলমগীর)


মন্তব্য

দ্রোহী এর ছবি

আনকোরা হলে আরেকটু ভালো দেখাতো মনে হয়!


কি মাঝি? ডরাইলা?

ershad alamgir এর ছবি

অসংখ্য ধন্যবাদ দ্রোহী ভাইকে । এরপর থেকে তাই-ই হবে-এরশাদ আলমগীর।

হাসান মোরশেদ এর ছবি

নিগূঢ় কবিতা পড়া হলো ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

ভালো লেগেছে।

অমিত আহমেদ এর ছবি

"শুধু খসড়া গল্প হয়ে
আনকোড়া অভিজ্ঞতায় চাপা পড়ে যায়"

ভাল লাগলো পংক্তি গুলো।


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

এরশাদ আলমগীর এর ছবি

হাসান , আরিফ এবং অমিত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।