বৃক্ষবিকেল

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ১০/০৪/২০০৮ - ৬:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

দাঁড়িয়ে রয়েছো জল। অনল হলে দিতে
পারতে শিখা। বালিকা বর্ষার মতো ভেসে
গিয়ে ,ভাসাতে আঁচল। তল হয়ে যেতে
পারতে আরেকটি বৃক্ষবিকেলে। জেলে
যেমন জাল ফেলে অচেনা নদীতে। দিতে
পারতে ঠিক তেমনি কোনো অনাদি প্রাত:
ঢেউ । কেউ না চাইলেও ঠিকই পেয়ে
যেতো অলিন্দ আলো । ভালো কিংবা মন্দ
হোক , বৃক্ষেরা দাঁড়িয়ে বলতো - কে তুমি
সেবন্তী ; এসো - মেঘের জানালা খুলো ।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সাধু

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস ।

তীরন্দাজ এর ছবি

ভাল লাগলো খুব।

"দাঁড়িয়ে রয়েছো জল। অনল হলে দিতে
পারতে শিখা।"

সুন্দর!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

বৃক্ষ বিকেলের আহ্বান..বেশ ভালো লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অভী আগন্তুক এর ছবি

ভালো এবং খুব ভালো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।