কান্তকদম

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ১৫/০৪/২০০৮ - ৮:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কান্তকদম
ফকির ইলিয়াস
================
বৃষ্টিঝড়ে ভিজছে কদমফুল
দুলছে পরাগ কান্ত নদীর তীরে
স্বপ্নসভায় ভাসছে চাঁদের ছায়া
যুগের আলো দেখছে অতীত ফিরে।

কাছের খাঁচায় একটি টিয়ে পাখি
শিস দিয়ে গাইছে নবীন গান
কোন সুরকার সুর করেছে গানে
জলসরোদে বাজিয়ে ঐকতান।

প্রান্তপাথর রঙের মোহ ভরে
ছড়িয়ে দিলে কালের প্রিয় জ্যোতি
মানুষ ভাবে পাথরকেই আপন
বীজ মমতা ছিটিয়ে মাটির প্রতি।

তর্পণের এই তরুলতা ছুঁয়ে
কীর্তনীরা অন্যআকাশ খুঁজে
কান্তকদম মাত্রাজলে ভেসে
ছড়ায় সুবাস প্রেমের চতুর্ভূজে।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

সুপাঠ্য।
..ফকির ইলিয়াসের কবিতায় নানান ছন্দের খেলা মুগ্ধ করে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ

আহমেদুর রশীদ এর ছবি

কবিতায় দেখছি বসন্ত আর বৈশাখের রঙ..

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ফকির ইলিয়াস এর ছবি

বসন্তের পরেই বৈশাখ আসে কি না , হয়তো তা ই!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।