সংশ্লেষ

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ১৭/০৪/২০০৮ - ৯:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্রোতের সত্যতা চিনি নতুন নিষাদে।
কাঁধে চন্দ্রের ভার নিয়ে নতজানু কৃষক।
সখ করে মাঠ থেকে কুড়িয়ে নিই
গ্রীষ্মের বীজ। নিজ হাতে রোপিত
ধানের চারা ছুঁয়ে জানাই প্রণতি। প্রীতি
আর পার্বণের চিহ্ন রেখে গেছে যে
বপণের ভোর, তার জানালায় উঁকি দিয়ে
দেখি নদীদের মুখ। চোখ খুলে তাকাও
সখী---- ভুবনের মোহন ফসলে। জলের
সংশ্লেষ দেবো ভালোবেসে দুটি হাতে তুলে।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

প্রীতি
আর পার্বণের চিহ্ন রেখে গেছে যে
বপণের ভোর, তার জানালায় উঁকি দিয়ে
দেখি নদীদের মুখ।

সুন্দর!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শেখ জলিল এর ছবি

চোখ খুলে তাকাও
সখী---- ভুবনের মোহন ফসলে। জলের
সংশ্লেষ দেবো ভালোবেসে দুটি হাতে তুলে।
...ভালো লাগলো পঙক্তিগুলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ , তীরন্দাজ / শেখ জলিল ।

শাহীন হাসান এর ছবি

স্রোতের সত্যতা চিনি নতুন নিষাদে।
কাঁধে চন্দ্রের ভার নিয়ে নতজানু কৃষক।

বেশ ভাল-লাগলো।

....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ

মুজিব মেহদী এর ছবি

চোখ খুলে তাকাও
সখী---- ভুবনের মোহন ফসলে। জলের
সংশ্লেষ দেবো ভালোবেসে দুটি হাতে তুলে।

এই অংশটা একটু কি আল মাহমুদ তথা সোনালী কাবিনীয়?
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ফকির ইলিয়াস এর ছবি

শোনায় সে রকম ই !!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।