ঢেউ নেই , ধ্বনি নেই

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ২৪/০৪/২০০৮ - ৮:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঢেউ নেই , ধ্বনি নেই
ফকির ইলিয়াস
===============
আঁধার আলিঙ্গন করে আমার আকাশ। ঝকঝকে
তারার সাথে একান্ত সমন্ধ খুঁজে যে রাতকে আমি
এর আগে বিদায় জানিয়েছিলাম, তাকেও কাছে
ডাকি। বলি, ভুল হয়ে গেছে। ওভাবে তোমাকে
সরিয়ে না দিলেও পারতাম। নন্দনের নিশানা
আমি বুঝিনি। বুঝলে চিত্রকর হতে পারতাম
অনায়াসে। তারপর শঙ্খরমণ সেরে ঝাঁপ দিতাম
এমন নদীতে। যেখানে ঢেউ নেই, ধ্বনি নেই।

আজ খুব মনে পড়ছে ধ্বনিহীন সেই সন্ধ্যার
কথা আবারো।বিন্যস্ত বৃষ্টিতে ভিজে যেতে যতো
আয়োজন ছিল - সব পুষ্পশব্দের কথাও। মনে
পড়ছে দমদম বিমানবন্দর ছেড়ে আসার আগে
মেঘে ঢাকা চাঁদটির কথা।তৃষ্ণায় চাঁদটি পুড়ছিল
যখন,আমরা তখন ভাসছিলাম তারই আলোয় ।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

........................নন্দনের নিশানা
আমি বুঝিনি। বুঝলে চিত্রকর হতে পারতাম
অনায়াসে।
কবিতার লাইন হিসেবে অভিনব।।
চমৎকার..।

(ক্লান্ত পথিক)

...........................................................................

জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ ।

অভী আগন্তুক এর ছবি

মনে
পড়ছে দমদম বিমানবন্দর ছেড়ে আসার আগে
মেঘে ঢাকা চাঁদটির কথা।তৃষ্ণায় চাঁদটি পুড়ছিল
যখন,আমরা তখন ভাসছিলাম তারই আলোয় ।

মেঘে ঢাকা চাঁদ আলো দেয় কিভাবে ঠিক বুঝলাম না।

ফকির ইলিয়াস এর ছবি

মেঘ চাঁদকে ঢেকে দিলেও পৃথিবী কিন্তু আলোশুন্য হয়ে পড়ে না।
এক ধরনের আবছায়া থেকে যায়।

শাহীন হাসান এর ছবি

যেখানে ঢেউ নেই, ধ্বনি নেই।
ভাল-লিখেছেন ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস এ লট

তীরন্দাজ এর ছবি

নন্দনের নিশানা আমরা ক'জনই বুঝি? কবিতাটি ভাল লেগেছে খুব।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ আপনাকে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস

তারেক এর ছবি

চমৎকার লাগলো। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।