বিলাপ- ২

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ২৩/০৯/২০০৮ - ১১:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিলাপ -২

অশ্রুভার নিয়ে দাঁড়িয়ে থাকি। কথা ছিলো অন‌্য
কিছু নিয়ে দাঁড়াবো পথে। ফুল,ফুটন্ত পানির নীল
বাষ্প কিংবা মমির মজ্জাগত পাঁজর ছুঁয়ে দেখবো
জোৎস্নাজীবন। কিভাবে অবিকল অক্ষর দিয়ে নদী

লিখে নাম। কিভাবে ফেরারী সময় ফিরে প্রাণের
দীর্ঘ রথউৎসবে। বিদায়ী সন্ধ্যার ছায়া নামে ধীরে
আমাদের মেদিনীমহলে। স্বপ্নারা পায়রা উড়ায়
আবার দেখা হবে ! হবে তো ? ঠাকুরের নিমতলা মাঠে


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভালো লাগলো কবি! চলুক
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

তাপু শিকদার [অতিথি] এর ছবি

"আবার দেখা হবে ! হবে তো ? ঠাকুরের নিমতলা মাঠে"
হৃদয় ছুঁয়ে গেল এই কথাটি। ব্যাপক অর্থ বহন করা এই কথামালার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবি!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।