আদ্যন্ত আকাশ দেখে

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ১৬/০২/২০০৯ - ৪:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আদ্যন্ত আকাশ দেখে খুলি পুঁথি 'হালতে আদম'
হাওয়ার কাহিনী শুনি বিজয়া মুখার্জির মুখে, দম
নিয়ে ফুঁক দিই কালের কল্কিতে আর রাখি হাত
সমুদ্রশরীরে। ধীরে বয়ে গেছে যে স্রোত তার হঠাৎ
ছন্দপতন হলে মাটিও কান্না জুড়ে দেয় নবম ঋতুতে
কে কোন পথ হারিয়ে জুড়ে নতুন সংসার ,মুগ্ধ বিদ্যুতে
সাজে ও সাজায় । কিংবা বাজায় মন্দিরা দুহাত খুলে
আমি ঠিক সেভাবেই এই নগরে এসেছি গন্তব্য ভুলে
ছায়া চেয়ে ,বিপরীত অনুপ্রাসের পাশে শূণ্য উজান
তুলে দিতে,তোমার ধমনী ছোঁয়া আরো দুটি বিরহের গান।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার একটা প্রশ্ন আছে ইলিয়াস ভাইয়ের কাছে। আপনার কবিতার সাথে সব সময় সুন্দর সুন্দর ছবি দেন। কোন সাইট, তার লিংক দেয়া যাবে?

ফকির ইলিয়াস এর ছবি

http://images.google.com/imgres?imgurl=http://www.sarangartgallery.net/New%2520Small/RakeebNew/Rakeeb1_small.JPG&imgrefurl=http://www.sarangartgallery.net/&usg=__fkdyMsP5kxBdGEI0cGDU6UTXeos=&h=70&w=100&sz=3&hl=en&start=9&tbnid=YXrgf-LrPiJczM:&tbnh=57&tbnw=82&prev=/images%3Fq%3Drakeeb%2Bhassan%26gbv%3D2%26hl%3Den%26sa%3DG

ছবিটি এই লিংক থেকে নেয়া।

বিভিন্ন সময় বিভিন্ন সাইট থেকে ছবি নেয়া হয়।
এই ছবি টি - রাকীব হাসান এর

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক ধন্যবাদ। দারুণ সব ছবি আছে দেখি...

ফকির ইলিয়াস এর ছবি

সরি , এটি রাকীব হাসানের নয়।

এটি জনৈক ইমিল (Emil ) এর ।
( www.sarangartgallery.net/

ফকির ইলিয়াস এর ছবি

http://www.sarangartgallery.net/EmilNew.htm

লিংক আবার দিলাম।

তানবীরা এর ছবি

কবিতা আর ছবি দুটোই সুন্দর।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।