আজ ১৪ জুন চে গুয়ে ভারা 'র জন্মদিন

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ১৪/০৬/২০০৯ - ৭:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাঁ , আজ তাঁর জন্মদিন । তিনি আরনেস্তো চে গুয়ে ভারা। ১৪জুন ১৯২৮ জন্ম
নিয়েছিলেন এই মহান বিপ্লবী। এই বিশ্বের মানুষের জন্য রেখে গেছেন তিনি
একটি অনন্ত আদর্শ। সংগ্রামের নামই জীবন। যে তন্ত্রে যে বিশ্বাসী হোক না কেন,
বেঁচে থাকার অন্য নাম সংগ্রাম।এই সত্য প্রতিষ্ঠিত করে গেছেন চে।
অসম সাহস আর উদ্যমের ধ্রুব এই কমরেডের প্রতি অসীম শ্রদ্ধা তাঁর জন্মদিনে।


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

প্রিয় মডারেটর , কেউ কি আছেন , তাঁর সম্মানে সচলের ব্যানারের ছবিটি
বদলে দেবেন প্লিজ , একদিনের জন্য হলেও।
আগাম ধন্যবাদ।

বিপ্লব রহমান এর ছবি

চমৎকার সচল ব্যানার হয়েছে! শাবাশ! হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন চে---!!

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন চে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

ফিদেলের প্রতি গান/ চে গুয়েভারা

তুমি বলেছিলে সূর্যোদয় হবে,
চলো যাই, সেই অচিণ্হত পথে
তোমার ভালবাসার সবুজ কুমিরকে
মুক্ত করতে।...

অতঃপর যুদ্ধ শেষে দেখবে
আমরাও রয়েছি তোমার সঙ্গে,
যেখানে হায়নাকে বিদ্ধ করে
কিউবার সুতীক্ষ্ন বর্শা!...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

বিপ্রতীপ এর ছবি

কমরেডের জন্মদিনে শুভেচ্ছা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

পুতুল এর ছবি

সেলুট কমরেড।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানবীরা এর ছবি

শুভ জন্মদিন
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

"চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়..."

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।