ধান ও ধ্যানের তবক

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ৩১/০৭/২০০৯ - ৫:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন আর জমা থাকে না কিছুই। খরচ হয়ে যায় সঞ্চয়ের
সুতো,রাতের রহস্য,আশ্বিনের অহংকার,আর পাড়ি দেয়া
ঘাটের ঘটনা। যে ভাবে স্রোতপাত হবার কথা ছিল সমুদ্রে,
তা,- না হবার কারণেই হয়তোবা এবার পুষ্ট হতে পারেনি
দক্ষিণের ফসল। ধানের দুরু দুরু ভয় তাড়িয়ে গেছে পাখির
পরাণ ও। তাই তারা উড়ে আসেনি উৎসের উত্তর থেকে।

আমি ধান ও ধ্যানের তবক সাজিয়ে রোল করা কাগজে করছি
সেই হিসেব নিকেশ। নির্ধারণ করছি,সমূহ জোয়ারের ভাগ্যফল।
কান্তিমান মুখের দু:খ দেখে পরখ করছি অনিমেষ আগুনের পরিচিতি।

কখনওই উজানে যাবার ইচ্ছে ছিল না। ভাটির ভবিষ্যত জেনে
ধ্যানকেও ডাকতে চেয়েছি কাছে। আর ধানের ধ্বনিতে মিশিয়ে
দিতে চেয়েছি তোমাকে ভালোবাসার নক্ষত্রতম উনবিংশ সুর।

ছবি- পল ভেনস


মন্তব্য

ভুতুম এর ছবি

ভালো লেগেছে।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার কবিতার ভাব বেশ গভীরে থাকে, আমার মত পাঠক সেখানে সহজে ঢুকতে পারেনা। হাসি

ঋদ্ধ [অতিথি] এর ছবি

ভালো লাগলো চলুক

অতিথি লেখক এর ছবি

কান্তিমান মুখের দু:খ দেখে পরখ করছি অনিমেষ আগুনের পরিচিতি।

ভাল লাগলো ।

নৈশী।

গৌতম এর ছবি

পুরো কবিতাটা যদিও বুঝতে পারি নি; কিন্তু মাঝখানের প্যারাটা বেশ ভালো লাগলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ফকির লালন এর ছবি

ভালো লাগলো। অ-নে-ক।

ফকির ইলিয়াস এর ছবি

পড়া ও মন্তব্যের জন্য সবাইকে বিনীত ধন্যবাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইলিয়াস ভাই... জটিল লিখছেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দময়ন্তী এর ছবি

সুন্দর!
-------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।