আঁচল বিষয়ক

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ৬:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাকে মাঝে মাঝেই অপহরণ করে স্বপ্নের বিচ্ছিন্ন পাঁজর
সোলেমানী খাবনামার রাত এসে ঘিরে রাখে পথের দুপাশ।
আমি পড়ি, পড়ে যাই বৃক্ষের ললাট। আর সেই নদী , পৌষে
দু'পা ভিজিয়ে পার হতে গিয়ে ভুল করে পড়ে গিয়েছিলাম
গহীন গর্তে ! অতঃপর অলকার শাড়ি ধরে হয়েছিলাম পার।

যে আঁচল আমাদেরকে আশ্রয় দেয়, আমরা তার মর্ম বুঝি না।
দেখি না , এই পুষ্পের সংসার ; আমাদের রাঙাভোর সাজাতেই
উঁকি দেয় বিনীত বিভায়। কাছে আসে। দূরে যায় আলোর ফোয়ারা
আর যারা চিনে অভিসার। অনুকূল বিরহের দেখা পেলে
যেভাবে আঁচলও লিখে রাখে ছবির প্রকার।

ছবি - মার্ক ইভান্স


মন্তব্য

অনিকেত এর ছবি

মুগ্ধতা জানিয়ে গেলাম----!

শুভেচ্ছা জানবেন

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দারুণ হয়েছে।

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস এ লট

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ আপনাকে।

ফকির লালন এর ছবি

ভালো লাগলো।

ফকির ইলিয়াস এর ছবি

ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
ভালো থাকুন। ভালো লিখুন।

অতিথি লেখক এর ছবি

আপনার লেখা ভাল লাগে। আবারও ভাল লাগলো।

নৈশী।

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ , আপনাকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।