বরফবিদ্যা

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ০৪/০৯/২০০৯ - ৮:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুলে রাখি বরফছানা । দানা বাঁধা দুঃখের সম্ভার । পার হবো বলে যে নদীর
দ্রাঘিমায় দেখেছি নিজের মুখ, সেই স্রোত কেও সাক্ষী রেখে যাই। সাজাই
সুরের সাতরঙের ছায়া। কায়া হলে স্পর্শ করতে পারতাম। নিতাম বুক ভরে
নিবিড় নি:শ্বাস । দাস হয়ে থেকে যেতাম এই লোকরূপায়নে। জেনে সব ভোর
আর দুয়ারের বুঝাপড়া। সাড়া দিয়ে যেভাবে নক্ষত্র ও আসে কাছে ; আর বলে
বাধ্য থেকে যাবো আজীবন। হায় ! বপণের রাত-- তুমি তো জানো কিভাবে
বীর্যবিদ্যার অক্ষরে , থাকে ঘোরলাগা চাঁদের নৈবেদ্য যাপন !

ছবি- কলিন রায়ান রিভেরা


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

সুন্দর লাগলো।

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লাগল, ইলিয়াস ভাই।

----------------------------------------
শুধু শরীরে জেগে থাকে শরীরঘর
মধ্যবর্তী চরকায় খেয়ালী রোদের হাড়

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ ।

সৈয়দ আফসার [অতিথি] এর ছবি

ইলিয়াস ভাই,
পুরো কবিতা আমাকে টেনেছে।
ভাল থাকুন।
সৈয়দ আফসার

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস এ লট ।

ভালো থাকুন , ভালো লিখুন।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল। আপনার লেখা বরাবরই ভাল লাগে।

নৈশী।

উজানগাঁ এর ছবি

[বপণের রাত-- তুমি তো জানো কিভাবে
বীর্যবিদ্যার অক্ষরে , থাকে ঘোরলাগা চাঁদের নৈবেদ্য যাপন !]

অসাধারন !!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।