ভ্যালেন্টাইন

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ১৭/০৭/২০০৯ - ৫:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কতো খরচ করলে সন্ধ্যাটা কাটানো
যেতে পারে তোমার সাথে আজ়?
দু’জনে পিজা কিংবা চাইনিজ, ধরা
যাক শ ছয়েক; মাল্টিপ্লেক্সে একটা
সিনেমা, আরো শ দুই। বত্রিশবার
এসএমএসে আসবে কিনা, আর
অপেক্ষার মিনিট মিনিট এক ডজন
ব্যস্ত ফোন, ধরো শ খানেক; সিএনজি
বা ট্যাক্সিক্যাবে আরও শ এক। একটা
জয় গোস্বামী কিংবা ইফফাত আরা,
ধরো আরো তিনশো। রজনীগন্ধা চলবেতো?
মোটামুটি সপ্তায় তিন সন্ধ্যায় এককাপ
বিস্বাদ চা খেয়ে গাধাটাকে পড়াবার মাস
পুরোটাই। কম হলো খুব? বাকীরা কি
আরো বেশী করে? পারফিউম, ড্রেসিডেল,
অর্কিড, ফ্লেক্সি? বেশতো, দিক। ওদের
সাথেই প্রেম করো তুমি, ক্ষতি নেই; শুধু
একটা গোটা সন্ধ্যা বোসো পাশে; বহুদিন
পর হাতটুকু ছুঁই, চোখে রেখে চোখ ভাবি,
হলেওতো হতে পারতে আমার একলারই।


মন্তব্য

যুধিষ্ঠির এর ছবি

বেশ ভালো লাগলো!

ফকির লালন এর ছবি

ধন্যবাদ অনেক।

মণিকা রশিদ এর ছবি

ভালো লেগেছে।........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফকির লালন এর ছবি

ধন্যবাদ অনেক।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বস, এখনকার সময় হলে টাকা-পয়সার হিসেবগুলো মনে হয় আরো বেশি হবে। ক্ষতি নেই, টাকা-পয়সার হিসেব যাই হোক গল্পটা কিন্তু একই রয়ে যায়।

কবিরা এমন চির সবুজ হয় কী করে? তাদের মনে দেড়-দুই যুগ পরেও পুরোনো মানুষটা পুরোনো মন কীভাবে একই রকম রয়ে যায়!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

বয়সের কিছু নয়, গল্পটা একই। যতদিন গল্পটা বাঁচে, যদি বাঁচে, একই কাহিনী লেখা হবে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শেষটা ভালো লাগলো বেশি।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।