শিরোনামহীন -২

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বিষ্যুদ, ২০/০৮/২০০৯ - ১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যখন জীবন ছিলো হাতের মূঠোয় -

মাত্র বারোজন অশ্বারোহী নিয়ে
এক দমকা হাওয়ায়
দখল নিয়েছো লক্ষনাবতীর,
নারীসঙ্গ ভালো লাগেনি বলে
একরাত্রির শোকে
একবস্ত্রে ছেড়েছো কপিলাবস্তু,
রক্তপাত অনিবার্য জেনেও
আলাওল হয়ে
পদ্মাবতীর করতল করেছো চুম্বন।

কার নেশায় মুঠোবন্দী হয়ে আজ
এমন ক্লীব-বৃত্তি? প্রাচীন তেলাপোকা?
ক্ষয়ে যেতে যেতে টিকে থাকা
ছাড়া আর কোন অর্জন নেই?


মন্তব্য

যুধিষ্ঠির এর ছবি

ক্ষয়ে যেতে যেতে টিকে থাকা
ছাড়া আর কোন অর্জন নেই?

এই লাইনদুটো পায়ের নীচের মাটি সরিয়ে দেয়।

ভালো লাগলো কবিতা। সবসময়ের মতই।

মণিকা রশিদ এর ছবি

"ক্ষয়ে যেতে যেতে টিকে থাকা
ছাড়া আর কোন অর্জন নেই?"

ভাবছি...।ভালো লাগলো!

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনিকেত এর ছবি

দুর্দান্ত---!!!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কার নেশায় মুঠোবন্দী হয়ে আজ
এমন ক্লীব-বৃত্তি? প্রাচীন তেলাপোকা?

এই প্রশ্নের উত্তরের জন্য আমি দিনমান ভাবি - উত্তর খুঁজে পাইনা। এ এমন এক প্রশ্ন যে অন্য কাউকে জিজ্ঞেসও করা যায় না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

বস, তুমি বলেছিলে যে আঠারো জন হবে অশ্বারোহী। কোন একটা খসড়াতে শুধরেও নিয়েছি। এখানে পোস্ট করার সময় মনে হলো, কবিতার এতো ইতিহাসনিষ্ঠ হবার দরকার আছে কি? স্পর্ধাই হয়ে গেলো মনে হয়।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মাফ করে দেন বস। কবিতাতে তথ্যের ভুল-ভ্রান্তি খোঁজা আমার মত গাঁড়লের কাজ। কবি তাতে কান না দিলেই ভালো হয়। কবিতাতো ইতিহাস নয়, কবি যা আসলে বলতে চাইলেন পাঠক তা বুঝতে পারলে বা সেই রসের কিছুটা স্বাদ পেলেই যথেষ্ঠ।

অফটপিকঃ কবিতা পোস্ট করার ব্যাপারে আপনার এত আলস্য কেন? আপনার ভাণ্ডারেতো কম জমা নেই। এবার একটু হাত খুলুন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মূলত পাঠক এর ছবি

কবিতা খুব ভালো লাগলো।

সামান্য বানান ভুল, ঠিক করে নিলে আরো ভালো লাগবে, 'মূঠোয়', 'লক্ষনাবতীর', 'টিকে'।

ফকির লালন এর ছবি

প্রথম দুটো বুঝতে পেরেছি। "টিকে" বানান টা সঠিক কি হবে বুঝি নি। একটু যদি দেখিয়ে দেন।

মূলত পাঠক এর ছবি

ট-য়ে চন্দ্রবিন্দু লাগবে।

যুধিষ্ঠির এর ছবি

টিকে-তে চন্দ্রবিন্দু থাকে কখনো শুনিনি!

মামুন হক এর ছবি

কার নেশায় মুঠোবন্দী হয়ে আজ
এমন ক্লীব-বৃত্তি? প্রাচীন তেলাপোকা?
ক্ষয়ে যেতে যেতে টিকে থাকা
ছাড়া আর কোন অর্জন নেই?

--কত চমৎকার করে বললেন কবি! আমি এই বিষয়টা মাথায় নিয়ে ঘুরি, কাউরে বুঝাইতে পারিনা। আপনাকে অনেক ধন্যবাদ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ক্ষয়ে যেতে যেতে টিকে থাকা
ছাড়া আর কোন অর্জন নেই?
চমৎকার !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো ।

নৈশী ।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ভালো লাগলো, আরো লিখুন।

অতিথি লেখক এর ছবি

সর্বনাশা শেষ চারটে লাইন!

নুড়ি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।