বাংলা স্যার

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ২৩/০১/২০১০ - ৫:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মফস্বলের যে কলেজে সে পড়ায় সেখানকার তাবত ছাত্রীই বোধকরি তার প্রেমে পড়ে একবার, হয়তো পাশ করে যাবার বহুদিন পর, অলস দুপুরে তাদের কারো কারো হঠাত মনেও পরে --কাঁচা পাকা চুল, কালো ভারী ফ্রেম, কিংবা পাঞ্জাবীতে ক্যাপস্টানের দাগ।

তবু হৈ্মন্তী পড়াতে গ্যালে মনে তার, কেন যে শুধু তোমারই মুখ ভেসে ওঠে বারবার, কে জানে!

নাহ, বড় কোন কবি সে হয় নাই, সে জানে, শুধু কষ্ট এঁকে কেউ বড় কবি হয়না, তবু কেন সে ল্যাখে অবিরাম বিরহেরই কবিতা, কোন সে গহন থেকে, নিজেই কি জানে তা?


মন্তব্য

তমিজউদদীন লোদী এর ছবি

ভালো লাগলো কবি।

তমিজ উদদীন লোদী

তিথীডোর এর ছবি

অণুগল্পের ছলে অণুকবিতা/
বুঝলুম সবিতা...
সুন্দর!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ইবরাহিম যুন [অতিথি] এর ছবি

অনেক সুন্দর। পড়তে আরাম লাগে। বারবার পড়া যায়, খুব ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগল কবি
মধুবন্তী মেঘ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ট্যাগ না দেখলে বুঝতেই পারতাম না যে এটা অণুগল্প। আমার কাছে তো একে গদ্যকবিতা বলেই মনে হয়েছে। চমৎকার।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শেখ নজরুল এর ছবি

না, জানে না, সত্যিই জানে না।

শেখ নজরুল

শেখ নজরুল

সুহান রিজওয়ান এর ছবি

ভাষাহীন... বস হৈসে।

_________________________________________

সেরিওজা

ফকির লালন এর ছবি

সুহান, নজরুল,মেঘ, তিথীডোর, ইব্রাহিম, লোদী ধন্যবাদ পড়বার জন্য, ভালো লেগেছে সে জন্য।
পান্ডব, কবিতা হলেও হতে পারে, মন্দ না।

শুভাশীষ দাশ এর ছবি

আপনি যা লেখেন সব পড়ি, স্যার।

ফকির লালন এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।

ইকারুস এর ছবি

চমতকার!

অবাঞ্ছিত এর ছবি

জটিল
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ভ্রম এর ছবি

খুব ভালো লাগলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।