প্রেমের কবিতা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বিষ্যুদ, ০২/১২/২০১০ - ৪:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমার মাধুকরী পেতে আবার কাঙাল হতে পারি,
সারাটা শীতের রাত তোমার দরোজায় দাঁড়িয়ে থাকতে পারি,
তুমি যাবে বলে অষ্টপ্রহর চৌ্রাস্তায় অপেক্ষা করতে পারি,
তোমার জন্য রমনা থেকে সব ফুল পেরে আনতে পারি,
বুকের রক্ত দিয়ে দেয়াল পর দেয়াল তোমার শ্লোগানে ভরে দিতে পারি।

তোমার প্রসাদ পেতে ফের গুন্ডা হতে পারি,
তোমার চলার পথে ফুল ছাড়া অন্য সব দোকান বন্ধ করে দিতে পারি,
অকাল বাতাসের টুঁটি চেপে বকুলের ঘ্ ...তোমার মাধুকরী পেতে আবার কাঙাল হতে পারি,
সারাটা শীতের রাত তোমার দরোজায় দাঁড়িয়ে থাকতে পারি,
তুমি যাবে বলে অষ্টপ্রহর চৌ্রাস্তায় অপেক্ষা করতে পারি,
তোমার জন্য রমনা থেকে সব ফুল পেরে আনতে পারি,
বুকের রক্ত দিয়ে দেয়াল পর দেয়াল তোমার শ্লোগানে ভরে দিতে পারি।

তোমার প্রসাদ পেতে ফের গুন্ডা হতে পারি,
তোমার চলার পথে ফুল ছাড়া অন্য সব দোকান বন্ধ করে দিতে পারি,
অকাল বাতাসের টুঁটি চেপে বকুলের ঘ্রাণ ধরে আনতে বলতে পারি,
অতিথি পাখীকে তোমার আঙিনায় সারা শীত থাকতে বাধ্য করতে পারি,
স্কুলের ছোট্ট আকাশে ঘুড়ি ওড়ানোর কোর্স কম্পালসারি করতে পারি,
চুমু না খাওয়ার অপরাধে প্রেমিকের ফাঁসি দিতে পারি।

ভালোবাসা পেলে চিরকাল কবি রয়ে যেতে পারি,
দিস্তার পর দিস্তা তোমার এলিজি লিখে যেতে পারি,
চিৎকার করে তোমার নাম জপে যেতে পারি,
জীবন বাজি রেখে বলতে পারি, ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কোন মহামারী নাই।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বস্‌, শিরোনামে কবিতা লিখে ক্যাটেগরীতে "ব্লগরব্লগর" লিখেছেন কেন? কবিতাকে কবিতাই থাকতে দিন।

কারো প্রেম আমরা পাই বা না পাই স্কুলের ছোট্ট আকাশে ঘুড়ি ওড়ানোর কোর্স কম্পালসারি করাটা জরুরী হয়ে পড়েছে। আর -

"ভালোবাসা পেলে কোন বোকা পড়ে থাকে নষ্ট জলে?"



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রোমেল চৌধুরী এর ছবি

লালন ভাই,
আহা, সেই অমোঘ সুর!

ভয় নেই
আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী
গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে
মার্চপাস্ট করে চলে যাবে
এবং স্যালুট করবে
কেবল তোমাকে প্রিয়তমা।

ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো
বন-বাদাড় ডিঙ্গিয়ে
কাঁটা-তার, ব্যারিকেড পার হয়ে, অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে
আর্মার্ড-কারগুলো এসে দাঁড়াবে
ভায়োলিন বোঝাই করে
কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা।

ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো-
বি-৫২ আর মিগ-২১গুলো
মাথার ওপর গোঁ-গোঁ করবে
ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো
চকোলেট, টফি আর লজেন্সগুলো
প্যারাট্রুপারদের মতো ঝরে পড়বে
কেবল তোমার উঠোনে প্রিয়তমা।

ভয় নেই...আমি এমন ব্যবস্থা করবো
একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী
এবং আসন্ন নির্বাচনে সমরমন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায়
সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক, প্রিয়তমা!

সংঘর্ষের সব সম্ভাবনা, ঠিক জেনো, শেষ হবে যাবে-
আমি এমন ব্যবস্থা করবো, একজন গায়ক
অনায়াসে বিরোধীদলের অধিনায়ক হয়ে যাবেন
সীমান্তের ট্রেঞ্চগুলোয় পাহারা দেবে সারাটা বৎসর
লাল নীল সোনালি মাছি-
ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে, প্রিয়তমা।

ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে
শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন
আমি এমন ব্যবস্থা করবো গণরোষের বদলে
গণচুম্বনের ভয়ে
হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি, প্রিয়তমা।

ভয় নেই,
আমি এমন ব্যবস্থা করবো
শীতের পার্কের ওপর বসন্তের সংগোপন আক্রমণের মতো
অ্যাকর্ডিয়ান বাজাতে-বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে,

ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো
স্টেটব্যাংকে গিয়ে
গোলাপ কিম্বা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত চার লক্ষ টাকা পাওয়া যাবে
একটি বেলফুল দিলে চারটি কার্ডিগান।
ভয় নেই, ভয় নেই
ভয় নেই,
আমি এমন ব্যবস্থা করবো
নৌ, বিমান আর পদাতিক বাহিনী
কেবল তোমাকেই চতুর্দিক থেকে ঘিরে-ঘিরে
নিশিদিন অভিবাদন করবে, প্রিয়তমা।


এ তো আমাদের সবারই প্রত্যাশার আর্কেডিয়া, সেই মাটিগন্ধ্যা এলডরেডো!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

বন্দনা এর ছবি

অসাধারন লাগলো।। এমন এক্জনের প্রিয়তমা হতে ইচ্ছে করছে খুব।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবি হুঁশিয়ার!
(এইজন্যই কবিদেরকে ঈর্ষাই)



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

দারুন লিখেছেন......।সদাই দারুন লেখেন......।

আহা এমন প্রেমের কাব্য শুনলে, মন জূড়ে সব খোলতাই
চোখে, ঠোঁটে হঠাত আসে, হাজার প্রেমের বোল তাই
সুরে বেসুরে বেলা অবেলায়, বাজাই প্রেমের ঢোল তাই
চুপকে চুপকে ডুবে ডুবে, খাচ্ছি প্রেমের ঘোল তাই

-- -- কীটস্য কীট

শাহেনশাহ সিমন এর ছবি

স্কুলের ছোট্ট আকাশে ঘুড়ি ওড়ানোর কোর্স কম্পালসারি করতে পারি,
চুমু না খাওয়ার অপরাধে প্রেমিকের ফাঁসি দিতে পারি।

আহ!
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তিথীডোর এর ছবি

"ভালোবাসা পেলে চিরকাল কবি রয়ে যেতে পারি"
দারুণ!!!!

জীবন বাঁজি >বাজি
চন্দ্রবিন্দু ছেঁটে দিতে হবে কবি। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।