শেষ বিকেলে

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: সোম, ০১/০৮/২০১১ - ৯:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি ভুলে যাবে - জানি,
গেলেই বা,
আমি যেন না ভুলি,
এই একটুকরো সন্ধ্যা,
এই অচেনা গোধুলি;

এই অপ্রশস্ত ফুটপাত,
এই হিরন্ময় নীরবতা,
এই চলাচল,
আমাদের এই শেষ হাঁটা -
এ-ক-সা-থে,
আমাদের সিক্ত মন,
তার দোলাচল,

তুমি ভুলে যাবে জানি,
গেলেই বা,
আমি যেন না ভুলি,
এই এক একটুকরো সন্ধ্যা,
ভালোলাগার শেষ মুহুর্তগুলি।

আঁধার ছুয়েছে কার্ণিশ -
কার্জনের;
পাখিরা ফিরছে ঘরে,
আমরাও কি ফিরছি কোথাও
কে জানে?
রেখে যাচ্ছি দ্বিধা,
রেখে যাচ্ছি ভাল্লাগেনার দিন,
রেখে যাচ্ছি একুশ,
রেখে যাচ্ছি সব - দোয়েল চত্বরে।

একবার চলে গ্যালে,
জানি, তুমি যাবে ভুলে,
মনখারাপের রূপকথা সব,
আমিও কি যাবো ভুলে
আমাদের দুজনার,
গত হয়ে যাওয়া
এই একান্ত উৎসব?


মন্তব্য

তানিম এহসান এর ছবি

দারুন লাগলো, দারুন!

অনার্য সঙ্গীত এর ছবি

খুব ভাল্লাগলো কবি।
আমার বাড়ি নাটোরে নয়। পাখির নীড়ের মতো চোখও নাই। সবচে বড় ব্যপার হচ্ছে আমি বালককূলে পড়ি। তাই বলতে পারছি না, "এতোদিন কোথায় ছিলেন?"
খালি জিগাইলাম, এতদিন কই ছিলেন?! দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আশালতা এর ছবি

হো হো হো

----------------
স্বপ্ন হোক শক্তি

আশালতা এর ছবি

সুন্দর। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

বন্দনা এর ছবি

অসাধারন লাগলো, তবে সাথে মন খারাপটা ফ্রীতে পেলাম।

পাগল মন এর ছবি

চরম লাগলো। কিন্তু কেন এত দুঃখ চারিদিকে ? মন খারাপ

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

অনিন্দ্য রহমান এর ছবি

দ্রুত নিচে নামতে নামতে
শেষের দুইলাইন কবিতা মনে হৈল চলুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ত্রিমাত্রিক_কবি এর ছবি

ভাল লাগছে

আয়নামতি1 এর ছবি

চমৎকার! চলুক

মৃত্যুময়-ঈষৎ এর ছবি

যথারীতি দারুণ পেলবময় লাগলো.............. চলুক

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক হাসি

ধৈবত(অতিথি) এর ছবি

চলুক

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ভাল্লাগলো কবি।

ফকির লালন এর ছবি

ইন্টারনেটে নিয়মিত ঢোকা হচ্ছেনা। পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

রুপালি রাত্রি এর ছবি

আবার দেখা হবেনা কেন কবি? শেষ দেখা কেন হতে হবে এটা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।