পাঁচটি অণু গল্প ও একটি বোনাস

ফারুক ওয়াসিফ এর ছবি
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: বিষ্যুদ, ০৩/০৪/২০০৮ - ১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনু আসলে কতটা অণু, তা দেখতে দুটি গল্প লেখা। বাকি তিনটি তিন মহাত্মনের। আরেকটি বোনাস:
* কাটা লেজ বহুকাল একা একা কাঁদিতেছিল, আহা তাহার দেহ নাই। অবশেষে সে দেহ পাইল এবং প্রেসিডেন্ট হইল।

* মনের দুঃখে দিগবিদিক ছুটতে ছুটতে ঘরেই ফিরে আসি রোজ। ঘরে সে থাকে।

* ছেলেটিকে অন্ধ করে দিয়ে কাছে রাখে মেয়েটি। ছেলেটি এখন ভালবাসা বোঝে, মেয়েটি বোঝে জীবন।
....................................................................................
* বলাই ও নিতাই দুই ভাই। নিতাই বিবাহ করিল। বলাই বাহুল্য।
বনফুল

* কমলার মায়ের ঘরে বাবু এসেছে, তাই কমলার বাপ কমলাকে কোলে করে মোড়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে।
সুবিমল মিশ্র

* বাচ্চাদের এক জোড়া পুরনো জুতা বিক্রি হবে : কখনো পরানো হয়নি।
হেমিংওয়ে


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

গুল্লি!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ধুসর গোধূলি এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

‌দাগান!!!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

সইলতায় আগুন দিছি, পাইছেন?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি

- তোপ সেই কখন চালায়া দিছি (তালিয়া)

(বস, আপনে আসলেই জোস পাবলিক। কথা বইলা এরকম মজা সব জায়গায় পাওয়া যায় না)
_________________________________
<সযতনে বেখেয়াল>

ফারুক ওয়াসিফ এর ছবি

নিশানা পাক্কা হয় নাই, মাথার ওপর দিয়া গেছে। পেছনে একখান মফিজ দেখতেছিল কী হয়! সে দেখিল আসিতেছে, কিন্তু কী তা বুঝিবার আর মওকা পাইল না।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

জ্বি, কামান বলে কথা! আমার কামান আপনি যে দাগাইলেন, তাহার ফল দেখিবার জন্যই এখনও দণ্ডায়মান আছি। আপনি কি গোলা দেখিয়াছেন না ধোঁয়া দেখিয়া মাতিয়াছেন।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি

- ধোঁয়া কিংবা গোলা- একটাও না।
কামান আমি রেডি করছি, আপনেরে দেখলাম আগুন নিয়া দৌড়াইয়া আসতাছেন। তারপরের ঘটনাতো ইতিহাস!!
_________________________________
<সযতনে বেখেয়াল>

ফারুক ওয়াসিফ এর ছবি

কিন্তু আগুনটা ঠিক জায়গায় দিছিলাম তো?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

মফিজরা কথা বলবে অন্য ইতিহাসে_তাদের ইতিহাসে।
আমার এখন সন্দেহ, কামানই ফাটছে না অন্য কিছু? আপনিই তো কামান ধইরা ছিলেন।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি

- আমি কই ধরলাম?
আপনের আগুন হাতে বেগুন ক্ষেত পাতালি দৌড় দেখে তো আমি আগেই নাই দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

ফারুক ওয়াসিফ এর ছবি

কোনটায় বেশি ভয় বেগুনে না আগুনে?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

কেল্লা তো তাইলে ফতেই বটে। তাইলে আর কথা কি?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

অছ্যুৎ বলাই এর ছবি

দেইখেন, বলাই ও একদিন ....

গল্প ৫ টা কইয়া ৪ টা দিলেন ঘটনা কি?
রেটিং আপাতত ৪ দিলাম, পঞ্চম গল্প আসলে বাকি ১।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রায়হান আবীর এর ছবি

আমার মনে হয় শিরোনামটাও একটা গল্প...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

ফারুক ওয়াসিফ এর ছবি

সুবিমলের টা দিতে ভুলে গেছিলাম। খালি বাটি তো ফেরত দেয়া যায় না! তাই নতুন আরেকটা লিখে দিলাম। আর এখানে আপনার জন্য একটা :
''আমি-তুমি, কিন্তু সে?''
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ফারুক ওয়াসিফ এর ছবি

অচ্ছু্‌ৎ যখন তখন বলাইয়ের কি আর বাহুল্য মানাবে?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

টিটো রহমান এর ছবি

দ‌ুর্দান্ত

অতিথি লেখক এর ছবি

সেইরকম!

- খেকশিয়াল

ফারুক ওয়াসিফ এর ছবি

লাল সালাম শুনলে ভয় হয়। যেমন বঙ্গভবনের চায়ের দাওয়াত। এই আমলে সব উল্টা।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আপনার তিন নম্বরটা দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফারুক ওয়াসিফ এর ছবি

হয় কিন্তু ওরকম। এক অন্ধ ভিখিরি ও তার সঙ্গিনীকে দেখে ওটা মাথায় এসেছিল।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

অমিত আহমেদ এর ছবি

আপনার দুই, বিশেষ করে তিন নম্বরটা দূর্দান্ত।
খ্যাতিমানদের মধ্যে হেমিংওয়েরটা অ-সা-ধা-র-ণ!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কমেন্টে কিছু বলাই বাহুল্য - - -

ফারুক ওয়াসিফ এর ছবি

জ্বি
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুমন চৌধুরী এর ছবি

এই হইলো ঘটনা....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ফারুক ওয়াসিফ এর ছবি

ঘটে নাই তো, ঘটে কী আছে?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মুজিব মেহদী এর ছবি

অসাধারণ। আরো চালিয়ে যান না প্লিজ।

আচ্ছা হেমিংওয়েরটা কার অনুবাদ?
উনি গল্পটা লিখেছিলেন ছয় শব্দে। আমি চ্যালেঞ্জ নিয়ে ওটা পাঁচ শব্দে অনুবাদ করেছিলাম। আমার শক্তি দেখাতে নয়, বাংলাভাষার।

আমার অনুবাদটা শেয়ার করি।

'শিশুপাদুকাগুলো বিক্রির জন্য, এখনো অব্যবহৃত।'

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ফারুক ওয়াসিফ এর ছবি

সবগুলো পাঁচ মিনিটে লেখা। আমার অনুবাদটা ভাল হয়নি। আপনারটা আরেকটু সরল হলে হত।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মুজিব মেহদী এর ছবি

আপনারটা যথেষ্ট ভালো হয়েছে। আর আমারটার সীমাবদ্ধতাটা তো আপনি চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলেন।
সরল করতে গেলে আমার আর পাঁচশব্দে হতো না হয়ত।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ ভালো লাগলো।
দীর্ঘদিন সমকালে আপনার লেখা না দেখে দেখে খোঁজ লাগিয়ে জানলাম যে আপনে বদল করছেন... প্রথম আলো রাখা বন্ধ করছিলাম... দেখি আবার রাখতে হবে...

______________________________________
পথই আমার পথের আড়াল

ফারুক ওয়াসিফ এর ছবি

আমারটায় হয়তো আবেগটা থাকছে, কিন্তু হেমিংওয়ের চাপা ভাবটা অর্থাৎ ঘনত্বটা নাই। আর আপনারটায় আবেগটা কিছুটা খোয়া গেছে কিন্তু ঘনত্বটা থাকছে।
বাহ আমরা তো বেশ অহংহীন আলোচনা করছি? এরকম চললে ভাল।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অহংহীন বইলেন না... এখন কিন্তু পারষ্পরিক পিঠ চাপড়াচাপড়িও এইরকমই হয়...

______________________________________
পথই আমার পথের আড়াল

ফারুক ওয়াসিফ এর ছবি

হয় তো, হচ্ছেই হয় তো। কী করা যাবে, অহং লইয়া পাকড়াপাকড়ির থাকিয়া ইহা ভালই। তাই না?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মুজিব মেহদী এর ছবি

এরকম মন্তব্যে মুখ বন্ধ করে থাকাই ভালো। তবু এই তথ্যটা কেবল দিয়ে রাখছি যে, পিঠ চাপড়াচ্ছি না।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সৌরভ এর ছবি

গুলি।
বনফুল লোকটা একটা সময় আমার মাথা আউলায়া দিতো।


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

পুরা কোপানী!!! অসাধারণ সব অণুগল্প!

কমলার বাপের বুদ্ধি আছে!


কি মাঝি? ডরাইলা?

মুহম্মদ জুবায়ের এর ছবি

কাটা লেজ বহুকাল একা একা কাঁদিতেছিল, আহা তাহার দেহ নাই। অবশেষে সে দেহ পাইল এবং প্রেসিডেন্ট হইল।

এটা আমার সবচেয়ে ভালো লাগলো।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দুর্দান্ত। বিশেষ করে বনফুল আর সুবিমল মিশ্রের দুটো।

কিন্তু সবগুলোই কি অণুগল্প? কয়েকটি তো আমার কাছে APHORISM মনে হলো।

অণুগল্প বানানটি শুধরে দিতে বললে আপনি মাইন্ড খাবেন না তো? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফারুক ওয়াসিফ এর ছবি

নারে ভাই, আবার নাম হিসাবেও দেখতে পারেন।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।