অতিসাময়িক সাহায্য দরকার পোস্ট: সচলের লেখা প্রিন্ট করতে পারছি না

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: মঙ্গল, ১৯/০৫/২০০৯ - ১২:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

(সমাধান পাওয়ামাত্রই পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে ফেলা হবে)

একটু আগে অভিজিতের মার্ক্সবাদ কি বিজ্ঞান লেখাটি প্রিন্ট নিতে গেলাম। কিন্তু ফন্টগুলো খুব বড় বড় এবং শব্দগুলো একটির গায়ে আরেকটি এমনভাবে পাশাপাশি ও উপরেনিচে লেপ্টে রইলো যে, মনে হলো তারা একে অপরের স্বামী-স্ত্রী। সঙ্গতকারণেই তাদের পড়া গেল না এবং এভাবে লেপ্টে থাকাদের শকুনচক্ষু দিয়ে দেখাটাও শোভনীয় নয়। মন খারাপ

পরে সামহোয়্যার, উইকিপিডিয়াসহ আরো কয়েকটি ওয়েব সাইটের লেখা প্রিন্ট দিতে গিয়েও দেখি একই সমস্যা। ঠিক এই ছবির মতো। কোনোমতেই এটা ঠিক করতে পারছি না।

উল্টাপাল্টা ছবিউল্টাপাল্টা ছবি

কী করবো? এ ব্যাপারে টেকিদের সাহায্য চাই।

উল্লেখ্য, আমি ডিফল্ট ফন্ট হিসেবে নতুন সোলায়মান লিপি ফন্ট ব্যবহার করি। হিমুর পরামর্শমতো ফন্ট ফিক্সার দিয়ে সেটি ফিক্সও করেছিলাম। আর ল্যানে যে কম্পিউটারের সাথে প্রিন্টার সেটাপ করা সেই কম্পিউটারেও সোলায়মান লিপি ফন্ট আছে। আর প্রিন্টারের মডেল হচ্ছে এইচপি লেজারজেট ১২০০ সিরিজ পিসিএল।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

প্রিন্ট প্রিভিউতে কেমন দেখায়?
বেশি ঝামেলা হলে ওয়ার্ডে কপি করে নিয়ে যান।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

গৌতম এর ছবি

প্রিন্ট প্রিভিউতে তো ঠিকঠাকমতোই দেখায়। কিন্তু প্রিন্টে গেলেই ঝামেলা।

ওয়ার্ডে সবার মন্তব্য কপি করা এবং সেগুলো ঠিকঠাক করা বেশ ঝামেলা। তাছাড়া সমস্যাটার একটা সমাধানও দরকার। কোনো বাংলা ওয়েব সাইট থেকেই প্রিন্ট করতে পারছি না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসান মোরশেদ এর ছবি

আমি সচলায়তনের একটা পাতা প্রিন্ট করলাম এই মাত্র। দিব্যি হয়ে গেলো মন খারাপ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

গৌতম এর ছবি

আমার কী হবে গো...অ্যাঁ,.....অ্যাঁ....অ্যাঁ.....

মোরশেদ ভাই, আমার কেন যেন মনে হচ্ছে ফন্টে ঝামেলা হতে পারে। আপনি কী ফন্ট ব্যবহার করেন? পারলে আমাকে সেই ফন্টটা পাঠান এখানে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসান মোরশেদ এর ছবি

ফন্ট সমস্যা মনে হচ্ছেনা। আমি এলেবেলে একটা ফন্ট ব্যবহার করি। আপনি প্রিন্টার চেক করেন।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দ্রোহী এর ছবি

প্রিভিউ ঠিক থাকলে সাধারণ অবস্থায় ঠিকভাবেই প্রিন্ট হবার কথা।

প্রিন্টার ড্রাইভার আপডেট করে দেখতে পারেন। ল্যানে সার্চ করে যদি ইন্সটল করে থাকেন তাহলে উইন্ডোজের সাথে আসা ড্রাইভারের বদলে আপনার প্রিন্টারের সাথে দেয়া ড্রাইভার ব্যবহার করে দেখেন। কাজ হোলেও হোতে পারে।

পিসিতে পিডিএফ প্রো ইন্সটল করা থাকলে পিডিএফ করে তারপর প্রিন্ট করে দেখতে পারেন। এটা সহজতর হবার কথা।

ওএস উইন্ডোজ এক্সপি হলে http://sourceforge.net/projects/pdfcreator/ ব্যবহার করতে পারেন।

গৌতম এর ছবি

প্রিভিউতে সবসময়ই ঠিক দেখাচ্ছে। সেখানে কোনো সমস্যা নেই। দেখি ড্রাইভার ইনস্টল করে।

পিডিএফ করে ঠিকমতো প্রিন্ট করা যাচ্ছে। ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুজিব মেহদী এর ছবি

আমিও জীবনে একবার এই সমস্যার মোকাবেলা করেছি। সেটা অবশ্য ওয়ার্ড ফাইলে প্রিন্ট নিতে গিয়েই হয়েছিল। পরে যতদূর মনে পড়ে প্রিন্টার এবং পিসি রিস্টার্ট করে সুফল পেয়েছিলাম। তবে এটা কী কারণে হয় জানা গেলে আমার সুবিধে হতো। কারণ ওই কাজটা পরে ইচ্ছে করে করতে চেয়েছিলাম একটা বইয়ের কভারে ব্যবহারের জন্য, তখন আর করতে পারি নি।

..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

গৌতম এর ছবি

ওয়ার্ড ফাইলে অবশ্য আমার কখনও এ সমস্যা হয় নি। কিন্তু ওয়েব থেকে সরাসরি প্রিন্ট নিতে গেলেই এ সমস্যা দেখা দিচ্ছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

দ্রোহী'র দেয়া পরামর্শটা আমারও পরামর্শ।

পিডিএফ বানিয়ে প্রিন্ট করলে সমস্যা সমাধিত হয়ে যাবে। এটা ফন্টজনিত সমস্যা বলেই মনে হয়। আমার অফিসের নেটওয়র্ক প্রিন্টারে এমন সমস্যা সবসময়ই হত। প্রিভিউ ঠিক দেখালেও প্রিন্ট হত দৈত্যাকৃতি ঠাসাঠাসি।

পিডিএফ বানানোর জন্য ওপেনঅফিস থেকে সরাসরি অপশনটা ব্যবহার করা যায়। কিংবা প্রিন্টার হিসেবে পিডিএফ ক্রিয়েটর টাইপের কিছু ইনস্টল করে নিতে পারেন।

(ইহা একটি নন-টেকি সমাধান।)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

এই ননটেকি সমাধান দিয়েই কাজ হয়েছে। ধন্যবাদ শামীম ভাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

আমি কখনো কখনো অফিসে সচলের কোন পোস্ট প্রিন্ট নিতে গেলে দেখা যায় সচল পেজের মতো লাইন থাকে না। প্রতিটা লাইন দেড়শো মাইল লম্বা হয়ে ডান দিক থেকে পঞ্চাশ মাইল কাটা যায়।
তারপরেই ধারণা করলাম, সচল পোস্ট প্রিন্টযোগ্য নয় ! এখনো এই ধারণা নিয়ে বেঁচে আছি......!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

এখনো এই ধারণা নিয়ে বেঁচে আছি......!

আপনি কি পেজ সেটাপটা ঠিক মতো করেছিলেন? আমারও একসময় এই সমস্যা হয়েছিলো। পেজ সেটাপ ঠিক করার পর আর হয় নি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার দুই পয়সা।

১। যেহেতু আপনি প্রিন্ট প্রিভিউতে দেখতে পান কিন্তু প্রিন্টে না, সেহেতু এটা প্রিন্টার ড্রাইভার অথবা ফিজিক্যালী যে কম্পিউটারে প্রিন্টার কানেক্টেড সেটায় সমস্যা।

২। প্রিন্টার ড্রাইভার আপডেট করুন। যেই পিসিতে প্রিন্টার কানেক্টেড সেটায় ইউনিকোড সেটআপ করুন। ফন্ট ফিক্সার দিয়ে ঠিক করুন। সেই পিসিতে প্রিন্ট প্রিভিউ কেমন দেখায় দেখুন।

৩। পিডিএফ করে প্রিন্ট দিন। অথবা ওই পিসিতে নিয়ে গিয়ে প্রিন্ট দিন।

৪। সম্ভব হলে আপনার পিসির সাথে ফিজিক্যালী প্রিন্টার যুক্ত করুন।

৫। প্রিন্টার বদলে দেখুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

গৌতম এর ছবি

দুই পয়সার বদলে তো পাঁচ পয়সার পরামর্শ দিলেন। হাসি

আপাতত ২, ৪ ও ৫ নম্বরটা করা সম্ভব না। কারণ এটা অফিসের প্রিন্টার এবং কেন্দ্রীভাবে একটা কম্পিউটারের সাথে যুক্ত। ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড আছে! সেটা ভেদ করে ইউনিকোড সেটাপ বা ফন্ট ফিক্স করা কোনোটাই সম্ভব না।

দ্রোহীর পরামর্শে পিডিএফ করে প্রিন্ট দিয়ে সমস্যার সমাধান করা গেছে। কিন্তু স্থায়ী সমাধান দরকার।

আমার মনে হচ্ছে, সমস্যাটা বোধহয় ফন্টেই। কারণ এইমাত্র পরীক্ষা করে দেখলাম, সোলায়মান লিপি এবং বিএনজি ফন্ট দিয়ে প্রিন্ট করা যায় না। কিন্তু মুক্তি এবং সিয়াম রুপালী দিয়ে ওয়েব থেকেই সরাসরি প্রিন্ট করা যাচ্ছে।

সুতরাং যারা ওয়েব থেকে সরাসরি প্রিন্ট নিতে চান, তারা মুক্তি বা সিয়াম রূপালী ব্যবহার করতে পারেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

স্যরি
আমি সাহায্য করতে পারছি না। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

গৌতম এর ছবি

এই কথা বললি তো হবি না নে আপুনি। সাহায্য করতিই হবি। দেঁতো হাসি
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

গৌতম এর ছবি

এই সমস্যার আপাতত সমাধান হয়েছে। সমস্যা বোধহয় ফন্টে। আমি প্রিন্টারের ড্রাইভার নতুন করে ইনস্টল করার পরও যখন সমাধান পাই নি, তখন একুশে টিমকে ইমেইল করে পুরনো সোলায়মানলিপি ফন্টটি আনিয়েছি। নতুন সোলায়মানলিপি ফন্ট বাদ দিয়ে পুরনোটি ইনস্টল করে প্রিন্ট দিয়ে সব ঠিকঠাকমতোই পেয়েছি।

তবে পুরনো ফন্টটি নতুনটির মতো সুন্দর না এবং অনেক ছোট। এটাই সমস্যা। ফায়ারফক্স থেকে ফন্ট বড় করেও এই সমস্যার সমাধান করা যায় নি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।