একটি হলেও হতে পারত উপন্যাসের চরিত্রলিপি: ৩: চরিত্রগুলো

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: শুক্র, ৩০/১১/২০০৭ - ৮:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঊর্মি: শর্মীর ছোটবোন। ন্যাকা, জেদী এবং bitch. স্কুলে পড়ালেখায় ভালো কিন্তু সারাক্ষণ সমস্ত কিছুর সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকতে চায়।
মোনালিসা: শিল্পী, ছবি আঁকে। লেসবিয়ান। মনে মনে পছন্দ করে শর্মীকে।
তূর্য: ফারাহর কাজিন। বাবা মা বিদেশে থাকায় ফারাহদের বাড়িতেই বসবাস। পিঠেপিঠি ফারহা র সঙ্গে যেমন ঝগড়া, তেমোন ভাব। তুমুল ক্যারিয়ারিস্ট নয়, তবে শ্রুড এবং আজকালকার ছেলেদের মতো দিব্যি মিথ্যে বলতে পারে।
নাঈম: মামা'স পেট। বাড়ির সবচেয়ে ছোট ছেলে। তার চেয়ে ব্যক্তিত্ববান প্রেমিকার দাপটে দিশেহারা।
জেরীন খান: প্রৌঢ়, লেখক। প্রথিতযশা। সোহমের মা। জীবনের অনেক না বলা কথা। ছেলের ব্যাপারে সনাতন মায়েদের মতো নন।
নুসায়ের: স্মিতার স্বামী। উচ্চপদস্থ ব্যাংকার। নারী এবং সুরা, দু'টোর প্রতিই সমান আকর্ষণ। ধ্রুপদ সঙ্গীতের প্রতি অসম্ভব প্যাশনেট এবং সবার অজান্তে খুব ভালো গান করেন।
রেশাদ: অস্ট্রেলিয়ার ইমিগ্র্যান্ট। দেশে এসেছে বিয়ে করতে। মোনালিসা কে তার দারুণ পছন্দ। কিন্তু ঘটনাক্রমে জড়িয়ে পড়ে ঊর্মির সাথে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।